খেলাধুলা

‘ভালো আছি, ভালো থাকতে দিন’ 

শুক্রবার (২৭ মে) থেকে শুরু হবে জাতীয় দলের ছায়া দল হিসেবে খ্যাত বাংলাদেশ টাইগার্সের দ্বিতীয় ক্যাম্প। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে ক্যাম্পের জন্য ২৭ জনের দল গড়া হয়েছে। কিন্তু এই ক্যাম্পে জায়গা হয়নি দেশের ঘরোয়া ক্রিকেটের তারকা পারফর্মার শুভাগত হোম চৌধুরীর। 

জাতীয় লিগ কিংবা বিসিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে শুভাগতর না থাকাটা একটু বিস্ময়কর বটে। কিন্তু কেন? দল নির্বাচনে সংশ্লিষ্ট একজন নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে রাইজিংবিডিকে বলেছেন, ‘শুভাগত পারিবারিক কারণে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে সময় দিতে পারবেন না। তিনি ক্যাম্পের সময় কলকাতায় থাকবেন, তাই এবার তাকে রাখা হয়নি।’

পরিসংখ্যানে একটু চোখ বুলালেই বোঝা যাবে, শুভাগতর না থাকাটা কেন আশ্চর্যের কারণ। জাতীয় লিগে ৫ ম্যাচে ৮ ইনিংসে ২৫১ রান করেন। গড় ৩৫.৮৫, স্ট্রাইক রেট ৬৬.৪০। বোলিংয়ে ২০ উইকেট নেন। ইকোনমি মাত্র ২.৩৮। বিসিএলকে বলা হয় খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। এখানে ৪ ম্যাচে ৬ ইনিংসে ৪০০ রান, একটাতেই ১৫২। গড় ১০০। বল হাতে নেন ৪ ম্যাচে ৬ উইকেট। ইকোনমি ৩.১৪!

ঘরোয়া ক্রিকেটে দারুণ মৌসুম কাটান শুভাগত।

পারিবারিক সমস্যা সমাধান হলে শুভাগতকে কি ভাবনায় রাখা হবে? এমন প্রশ্নে অবশ্য আর কোনো কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্ট ওই কর্মকর্তা।

বৃহস্পতিবার এ বিষয়ে শুভাগতর সঙ্গে মুঠোফোনে যখন কথা হচ্ছিল, তখন তিনি বোনকে নিয়ে হাসপাতালে। বোনের পা ভেঙে গেছে, তাই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেছেন। এর মধ্যেই প্রশ্ন শুনে প্রথমেই বলে উঠলেন, ‘আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না এখন। ভালো আছি, ভালো থাকতে দিন।’

এরপর কথা প্রসঙ্গে শুভাগত নিজ থেকেই বলেন, ‘আসলে আমার পরিবার কলকাতা থাকে। আমারতো তাদের সময় দেওয়া উচিৎ। আমার খেলার যে ফাঁকা সময় আছে, তখন তাদের সময় দিতে হবে। এটা ছাড়া তো উপায় নেই। যাওয়া আসার মধ্যে থাকতে হয়।’ 

ওয়ালটন সেন্ট্রাল জোনের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন শুভাগত।

শুভাগতর পরিবার থাকে কলকাতায়। তিনি বাংলাদেশে আসা যাওয়ার মধ্যে থাকেন। সময় বের করে অংশগ্রহণ করেন ঘরোয়া টুর্নামেন্টে। এবার তার সন্তানও অসুস্থ। বাংলাদেশ টাইগার্স নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলে শুভাগত জানান, পরিবারকে সময় দিতে হবে।

শুভাগত জানান তার ভাবনায় এখন আর এসব নেই। জাতীয় দলের প্রশ্নও এড়িয়ে গেলেন, ‘এগুলো নিয়ে এত কিছু ভাবি না।  অনেক বছর তো খেললাম, আর কত! এবার পরিবারকে সময় দিতে হবে।’ 

ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে নির্লিপ্ত এই অলরাউন্ডার! যেখানে সবার আশা থাকে জাতীয় দলে কিংবা তার আশেপাশে থাকার, সেখানে না থেকেও শুভাগত বললেন, ‘ভালো আছি।’ এভাবেও ভালো থাকা যায়!