খেলাধুলা

‘আমি রেকর্ডমানব, বিশ্বাসই করতে পারছি না’

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে ১৪তম ইউরোপিয়ান শিরোপা জিতলো। এই সাফল্যকে ‘অবিশ্বাস্য’ বললেন কোচ কার্লো আনচেলত্তি। 

ভিএআরে প্রথমার্ধের শেষ দিকে করিম বেনজেমার গোল অফসাইডে বাতিল হওয়ার পর ভিনিসিউস জুনিয়রের ৫৯তম মিনিটের গোলে জয় পায় রিয়াল। পরে থিবো কোর্তোয়া মোহাম্মদ সালাহকে দারুণভাবে রুখে দিয়ে দলের লিড ধরে রাখেন।

চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা আনচেলত্তি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আমার চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। প্রথমার্ধে আমরা ভুগেছিলাম, কিন্তু দলের প্রতিশ্রুতি ছিল দারুণ। আমরা খুব খুশি কারণ মৌসুমটা ভালোভাবে শেষ করেছি। শেষ পর্যন্ত আমি মনে করি এই প্রতিযোগিতা জেতার দাবি রাখি আমরা। আমি আর কী বলতে পারি। আমি একজন রেকর্ড মানব।’

গত বছর রিয়ালে যোগ দিয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতানো ইতালিয়ান কোচ আরও বলেন, ‘গত বছর এখানে আসা ছিল আমার জন্য খুব সৌভাগ্যের। দারুণ মৌসুম কাটালাম। চমৎকার ক্লাব, সত্যিই ভালো একটি স্কোয়াড এবং মানসিক চরিত্র দারুণ সবার।’