খেলাধুলা

এর চেয়ে ভালোভাবে মৌসুম শেষ করতে পারি না: মেসি

ক্লাবের পর আন্তর্জাতিক ফুটবলেও পাঁচ গোল করলেন লিওনেল মেসি, যা ইতিহাসে প্রথম। এস্তোনিয়ার জালে পাঁচবার বল পাঠান আর্জেন্টিনা ফরোয়ার্ড। ২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে করেছিলেন ৫টি গোল। ওইবার ৭-১ গোলে জিতেছিল তার ক্লাব। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও দুর্দান্ত রূপে হাজির হলেন মেসি।

কদিন আগে ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ৩-০ গোলের জয়ের ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছিলেন। হয়েছিলেন ম্যাচসেরা। এবার ৩০তম প্রতিপক্ষ হিসেবে এস্তোনিয়ার জাল কাঁপালেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। আর্জেন্টিনা থাকলো টানা ৩৩ ম্যাচ অপরাজিত।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে মেসি বলেছেন, ‘এর চেয়ে ভালোভাবে মৌসুম শেষ করতে পারি না আমরা। ফাইনালিসিমা জেতা এবং আরও কিছু মিনিট বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া। সবাইকে আবারও ধন্যবাদ মাঠে আসার জন্য এবং যারা আমাদের দূর থেকে দেখছেন। কয়েক দিনের জন্য আমরা বিরতি নিচ্ছি এবং শিগগিরই মাঠে ফিরবো।’