খেলাধুলা

আইপিএলে মিডিয়া স্বত্ব বিক্রি ৪৮,৩৯০ কোটি রুপিতে

রোববার থেকে শুরু হয়েছিল মিডিয়া স্বত্ব পাওয়ার লড়াই। তিন দিন পর শেষ হলো সেটি। আইপিএলের মিডিয়া স্বত্বের ই-নিলামে দেখা গেলো টাকার ছড়াছড়ি। তাতে আগামী পাঁচ বছর ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বিসিসিআইর কোষাগারে ঢুকছে ৪৮,৩৯০ কোটি রুপি।

নিলাম শুরু হওয়ার পর থেকে তরতর করে বাড়ছিল দর। প্রথম দিনেই ম্যাচ প্রতি দাম উঠে যায় ১০৫ কোটি রুপি, টপকে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্বকে।

নিলাম শেষ হওয়ার পর জানা গেলো টিভিতে দেখানোর স্বত্ব ধরে রেখেছে ডিজনি স্টার। ডিজিটাল স্বত্ব পেয়েছে ভায়াকম।

মঙ্গলবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ টুইট করে আনুষ্ঠানিকভাবে ফল জানান। শেষ দিনে প্যাকেজ ‘সি’ মানে বাছাই করা ১৮টি ম্যাচের স্বত্ব পেয়েছে ভায়াকম। বিদেশে ম্যাচ দেখানো এবং ডিজিটাল স্বত্ব ভায়াকম ও টাইমস ইন্টারনেটের মধ্যে ভাগাভাগি হয়েছে।

বোর্ডের হিসাব অনুযায়ী, ভারতে টিভিতে খেলা দেখানোর স্বত্ব ২৩,৩৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে ডিজনির কাছে। ভারতের ডিজিটাল স্বত্ব ২০,৫০০ কোটি রুপিতে কিনেছে ভায়াকম। তারাই বিশেষ ১৮টি ম্যাচের স্বত্ব কিনেছে ৩,২৫৭.৫২ কোটি রুপিতে। ১০৫৮ কোটি টাকায় বিদেশের মাটিতে টিভি এবং ডিজিটাল স্বত্ব কিনেছে ভায়াকম ও টাইমস ইন্টারনেট।