খেলাধুলা

এই এমবাপ্পে আমার এমবাপ্পে নয়: রিয়াল প্রেসিডেন্ট

একেবারে শেষ মুহূর্তে গিয়ে ভোল পাল্টে রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেন কিলিয়ান এমবাপ্পে। অথচ গত মৌসুমের শুরু থেকে বলে এসেছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোদের হয়ে খেলা তার শৈশবের স্বপ্ন। এমবাপ্পের এমন আচরণে হতবাক রিয়াল ভক্তরা। ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, তারা যে এমবাপ্পেকে আনতে চেয়েছিলেন তিনি এই এমবাপ্পে নয়। 

স্প্যানিশ গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রিয়াল প্রধান বলেছেন, ‘তার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলা, প্রকাশ্যে বলেছিল সে এটা। গত আগস্টে আমরা তাকে আনতে চেয়েছিলাম। কিন্তু সম্ভব হয়নি, কারণ তারা তাকে ছাড়েনি।’

পেরেজ নিশ্চিত করলেন, এই এমবাপ্পেকে তারা বার্নাব্যুতে আনতে চায়নি। একই সঙ্গে জানিয়ে দিলেন, কোনো খেলোয়াড়ই রিয়ালের উপরে নয়। তিনি বললেন, ‘আমরা যাকে আনতে চেয়েছিলাম, সে এই এমবাপ্পে নয়। সে অন্য কেউ, যার স্বপ্ন বদলে গেছে। সে পাল্টে গেছে, অন্য কিছু তাকে প্রস্তাব করা হয়েছে, তাকে চাপ দেওয়া হয়েছে এবং সে এখন অন্য ফুটবলার। রিয়াল মাদ্রিদে ক্লাবের উপরে কেউ নয়। সে অসাধারণ খেলোয়াড়, অন্য কারও চেয়ে অনেক বেশি কিছু জিততে পারে সে। কিন্তু এটা দলগত খেলা এবং আমাদের মূল্যবোধ ও নীতি আছে যা আমরা পাল্টাতে পারি না।’

পেরেজ আরও বললেন, ‘এই এমবাপ্পে আমার এমবাপ্পে নয়। কিন্তু যদি সে বদলায়, জীবন হাজার দিকে মোড় নেয়। আমি মনে করি তারা তাকে দ্বিধায় ফেলেছিল এবং সে খুব ছোট। আমি তাকে শুভকামনা জানাই। তার খারাপ কিছু চাই না। মাদ্রিদিস্তাত হতাশ, কিন্তু যে এমবাপ্পে রিয়ালে আসতে চেয়েছিল সে এই এমবাপ্পে নয়।’

এমবাপ্পে বদলে গেলেও ভবিষ্যতে তার সঙ্গে চুক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি পেরেজ, ‘আমি কখনও বলিনি কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের মধ্যে সম্পর্ক চিরজীবনের জন্য শেষ। তিন বছরে অনেক কিছু বদলে যেতে পারে।’