খেলাধুলা

ইমরান খানের সঙ্গে আমার আর যোগাযোগ নেই: রমিজ রাজা

প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা ছাড়ার পর থেকে চাপ বাড়ছে রমিজ রাজার ওপর। শোনা যাচ্ছে তাকে সরিয়ে নামাজ শেঠি, জাকা আশরাফ কিংবা খালিদ মেহমুদকে পিসিবির দায়িত্ব দেওয়া হতে পারে।

এমন সময় রমিজ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব ছাড়ার পর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘ইমরান ভাই আমার সঙ্গে যোগাযোগ করছেন না। অনেকদিন ধরে তার সঙ্গে আমার কথা হয় না।’

ইমরান খানের বন্ধু হন রমিজ। ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের অধিনায়কত্বেই খেলেছিলেন তিনি। গেল বছর এহসান মনির কার্যকাল শেষ হওয়ার পর রমিজকে দায়িত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী।

এপ্রিলে ইমরান খানের সরকারের ক্ষমতা ছাড়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হতে পারে। যেহেতু তিনি ইমরান খানের ঘনিষ্ট। এই গুঞ্জন আরও জোরালো হয় গেল সপ্তাহে যখন পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মেহমুদ বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন। অবশ্য রমিজও চেষ্টা করছেন বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করার।

এ বিষয়ে রমিজ বলেন, ‘আসলে জল্পনা-কল্পনার মধ্যে বসবাসের কোনো মানে নেই। আমি বিশ্বাস করি রাজনীতির উর্ধ্বে উঠে দায়িত্ব পালন করে যাওয়া দরকার। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। তার সঙ্গে আমরা সাক্ষাতের সময় চেয়েছি। তিনি সময় দিলে আমাদের কাজের বিস্তারিত তার কাছে তুলে ধরবো। আসলে এখানে ইগোর কিছু নেই। আমরা সবাই মিলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘যদি পিসিবির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার কোনো ধারা থাকে, তাহলে আপনারা সেটা নিয়ে এগিয়ে যেতে পারেন। অন্যথায় কারও ব্যক্তিগত ইচ্ছা পূরণের সুযোগ নেই ক্রিকেটের উন্নয়নকে পাশ কাটিয়ে। বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে।’