খেলাধুলা

কলব্রিজে মাহবুব চ্যাম্পিয়ন, রানারআপ সজল

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২’ এ আজ শনিবার (০২ জুন) কলব্রিজ ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হয়।

সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত খেলায় ফ্রিল্যান্সার মাহবুব আলম খান চ্যাম্পিয়ন, ঢাকা পোস্টের তরিকুল ইসলাম সজল রানারআপ ও এসএ টেলিভিশনের নূর উদ্দিন তৃতীয় হন।

বিএসজেএর সাধারণ সম্পাদক আনিসুর রহমান পল্টু, টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এবারের স্পোর্টস কার্নিভালে রয়েছে— টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাঁতার, শ্যুটিং, আর্চারি ও কলব্রিজ ডিসিপ্লিন। টেবিল টেনিস ও ক্যারমে একক ইভেন্টের পাশাপাশি ছিল দ্বৈত ইভেন্টও। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। এছাড়া সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে।

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।