খেলাধুলা

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে যাচ্ছেন শোয়েব আখতার

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ পালন করবেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইহরাম বাঁধা অবস্থায় একটি ছবি শেয়ার করে তিনি বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সম্মানসূচক হজে যাচ্ছি।’

সৌদি আরবের দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও জানান, হজ পালনের পাশাপাশি তিনি মক্কায় হজ কনফারেন্সে অংশ নিবেন এবং ভাষণ দিবেন। যেখানে মুসলিম বিশ্বের নেতারাও অংশ নিবেন।

৪৬ বছর বয়সী সাবেক এই পেসার পাকিস্তানের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল-মালকিকেও ধন্যবাদ জানিয়েছেন।

শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট খেলে ২৫.৬৯ গড়ে উইকেট নিয়েছেন ১৭৮টি। এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ৭৮ রানের বিনিময়ে ১১ উইকেট। আর এক ইনিংসে সেরা বোলিং ফিগার ১১ রানের বিনিময়ে ৬ উইকেট।

১৬৩ ওয়ানডে খেলে ২৪.৯৭ গড়ে তিনি উইকেট নিয়েছেন ২৪৭টি। তার সেরা বোলিং ফিগার ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট।

এছাড়া পাকিস্তানের জার্সি গায়ে ১৫ ম্যাচে ২২.৭৩ গড়ে তিনি ১৯ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ৩৮ রানে ৩ উইকেট।