খেলাধুলা

করোনামুক্ত হলেন ভারতের অধিনায়ক

ভারতের অধিনায়ক রোহিত শর্মা করোনামুক্ত হয়েছেন। রোববার তার আবার করোনা টেস্ট করা হলে নেগেটিভ হন। এই রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি আইসোলেশন থেকে বেরিয়ে যান। তবে বৃহস্পতিবারের টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে আজকে যে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত সেটা তিনি খেলতে পারবেন না।

রোহিত শর্মার করোনামুক্ত হওয়ার বিষয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, রোহিত করোনামুক্ত হয়েছেন। মেডিকেল প্রটোকল অনুযায়ী সে এখন কোয়ারেন্টাইন থেকে বের হয়ে এসেছে। তবে নর্দাম্পটনশায়ারের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে সে মাঠে নামতে পারবে না। কারণ, প্রথম টি-টোয়েন্টির আগে তার কিছুটা রিকভারি প্রয়োজন। কিছুটা অনুশীলনেরও প্রয়োজন হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে চলমান পঞ্চম টেস্ট মাঠে গড়ানোর আগে করোনা আক্রান্ত হন রোহিত শর্মা। সে কারণে তিনি স্থগিত হওয়া পঞ্চম টেস্টে খেলতে পারেননি। তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে জাসপ্রিত বুমরাহ ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।

করোনামুক্ত হওয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিবেন তিনি।