খেলাধুলা

সাকিবের ওভারে ২৩ রান ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল: রভম্যান

রভম্যান পাওয়েলের ব্যাটিং ঝড় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের বিপক্ষে ২৮ বলে ৬১ রান করেছেন তিনি। এর মধ্যে সাকিব আল হাসান এক ওভারেই ২৩ রান দেন। অবশ্য এমন মারমুখী ইনিংস খেলেও নিজেকে বিগ হিটার মানতে নারাজ এই ব্যাটসম্যান।

ব্র্যান্ডন কিং (৫৭) ও নিকোলাস পুরান (৩৪) দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে বড় স্কোরের মঞ্চ তৈরি করেন। আর রভম্যানের নির্দয় ব্যাটিংয়ে সফরকারীরা চাপা পড়ে যায় রান পাহাড়ে।

রোববার ম্যাচ শেষে রভম্যান বললেন, ‘অধিনায়ক ও ব্র্যান্ডন আগেই শক্ত অবস্থান তৈরি করেছিল এবং আমার মতে আমি ক্রিজে আসার আগেই তারা ভালো খেলেছিল। সুতরাং স্কোর এগিয়ে নিতে এটা শুধু আমার জন্য সুযোগ ছিল। আমি মনে করি আজ সেটাই করেছি।’

তিনি আরও বললেন, ‘আমি মনে করি এটা ছিল ভালো উইকেট, বিশেষ করে ব্যাটিংয়ের জন্য। বল আসছিল ব্যাটে এবং একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রকাশ করাই ছিল কাজ।’

রভম্যান এখন নিজেকে বিকশিত করেছেন এবং ব্যাটিং নিয়ে মানসিকতায় এসেছে পরিবর্তন। তিনি বললেন, ‘সত্যি কথা বলতে, আমি এখন নিজেকে একজন বিগ হিটার হিসেবে ভাবা বন্ধ করেছি। এখন শুধু নিজেকে শক্তিশালী ব্যাটসম্যান হিসেবে ভাবতে শুরু করেছি, যার নিয়ন্ত্রণ আছে... যে জানে কখন সিঙ্গেল নিতে হবে, কখন আক্রমণে যেতে হবে। আমি মনে করি এটাই আমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।’

ছয় ছয় ও দুটি চারে সাজানো রভম্যানের ইনিংস। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের এক ওভারে ২৩ রান নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৬তম ওভারে একটি চার ও তিনটি ছক্কা হাঁকান।

বাঁহাতি স্পিনারকে মেরে খেলা পরিকল্পনার অংশ ছিল বললেন তিনি, ‘আমি মনে করি ম্যাচের পরিস্থিতি ও কোন বোলারকে মেরে খেলতে হবে সেটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পেরেছিলাম সাকিবের আজকের দিনটা ভালো যাচ্ছে না এবং তারপর আমি তাকে টার্গেট করলাম। তখনও পাঁচ ওভার ছিল। হ্যাঁ, এটা (সাকিবের বিপক্ষে বড় ওভার) ম্যাচের মোড় ঘুরিয়ে দিলো। আমরা সবসময় ব্যাটিংয়ের সময় কথা বলছিলাম কীভাবে মোড় ঘুরিয়ে দেওয়া যায়। আর সাকিবের বিপক্ষে ওই ওভারই আজ আমাদের পথে রেখেছিল।’