খেলাধুলা

৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন পান্ত

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে হাসছে ঋষভ পান্তের ব্যাট। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এজবাস্টনে দ্বিতীয় ইনিংসেও দৃঢ়চেতা ফিফটি হাঁকান ভারতের এই ব্যাটসম্যান।

চতুর্থ দিন সকালে ৭৬তম বলে ফিফটির দেখা পান পান্ত। তাতে করে সফরকারী উইকেটকিপার হিসেবে এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫০ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের কীর্তি পেছনে ফেলেন ভারতের সহঅধিনায়ক। ওয়ালকট ৭২ বছর আগের ওই টেস্টে ১৪ ও অপরাজিত ১৬৮ রান করেছিলেন।

পান্ত এই রেকর্ড ভাঙেন ৩৬ রান অতিক্রম করতেই। অপরাজিত ৩০ রান নিয়ে খেলতে নেমে ওপেনার চেতেশ্বর পুজারার সঙ্গে ৫০ রানের জুটি গড়েন। ৫৭ রানে আউট হন পান্ত। প্রথম ইনিংসে তার ব্যাটে আসে ১৪৬ রান। 

এছাড়া দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করলেন পান্ত। এর আগে ১৯৭৩ সালে ফারুক ইঞ্জিনিয়ার একই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ ও ৬৬ রান করেছিলেন মুম্বাইয়ে।

বেন স্টোকস ৪ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংস ২৪৫ রানে থামিয়েছে। ৩৭৮ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে।