খেলাধুলা

অধিনায়ক হিসেবে এখনও শিখছেন তামিম

তামিম ইকবালের নেতৃত্বে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। সবশেষ সাত সিরিজের ছয়টিই জিতেছে তারা। যেখানে টি-টোয়েন্টিতে বাঁহাতি ওপেনারকে নিয়ে সমালোচনা সেখানে একদিনের ক্রিকেটে তার অধীনে দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশ। নিজের অধিনায়কত্ব নিয়ে কী ভাবনা তার?

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারানোর পর তামিম বললেন, ‘আমি বলবো (অধিনায়ক হিসেবে) এখনও শিখছি। এখনও অনেক কিছু শিখছি। আমি অবশ্যই আত্মবিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী না হলে তো এই কাজে থাকতাম না।’

নিজেকে যোগ্য মনে না হলে স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দিতে সংকোচবোধ করবেন না তামিম, ‘আমি সবসময় একটা কথা বলি, আমার যখন মনে হবে আমি যোগ্য ব্যক্তি নয় কিংবা সৎভাবে কাজটা করতে পারছি না, তখন আমি হাত তুলে আমার জায়গা ছেড়ে দেব। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ভালো। পরবর্তীতে দেখা যাক কী হয়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের উদযাপন নিয়ে বাঁহাতি ওপেনার বললেন, ‘আপনি যার সাথেই জেতেন না কেন- ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, জিম্বাবুয়ে বলেন, হয়তো বা র‍্যাঙ্কিয়ে উপর-নিচে থাকে, আমাদের কিন্তু অনেক কষ্ট করা লাগে। যে সেঞ্চুরি করে বা যে পাঁচ উইকেট পায় তারও কষ্ট করা লাগে। আমার কাছে মনে হয়, প্রত্যেকটা জয়ই খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’

উদযাপন একইরকম হওয়া উচিত মনে করেন তামিম, ‘অস্ট্রেলিয়ার সাথে যদি সিরিজ জিতি আমাদের যেভাবে উদযাপন করা উচিত, ওয়েস্ট ইন্ডিজের সাথে, জিম্বাবুয়ের সাথে বা অন্য কোনো টিমের সঙ্গে জিতলে একইভাবে উদযাপন করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটটাই এমন যে আপনাকে জয় কেউ উপহার দিবে না। আপনাকে জয়ের জন্য যুদ্ধ করতে হবে।’