খেলাধুলা

‘কাতারে যে কোনো দলকে হারানোর মতো অবস্থায় আছে আর্জেন্টিনা’

২০১৯ সালের পর থেকে অপরাজিত আর্জেন্টিনা। জুনে সবশেষ এস্তোনিয়ার বিপক্ষে জিতে টানা অজেয় থাকার রেকর্ড ৩৩ ম্যাচে নিয়েছে আলবিসেলেস্তেরা। গত বছর কোপা আমেরিকা জেতার পর তাদের আত্মবিশ্বাসের পারদ চড়া। কাতার বিশ্বকাপে তারা খেলতে যাচ্ছে অন্যতম ফেভারিট হিসেবে। আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড হোর্হে ভালদানোর মতে, কাতারে যে কোনো দলকে হারানোর মতো অবস্থায় আছেন লিওনেল মেসিরা।

১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ে চার গোল করেন ভালদানো। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারাতে জাল কাঁপান আর্জেন্টিনার সঙ্গে ২৩ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড। তার বিশ্বাস, কাতারে আলবিসেলেস্তেদের ভালো সুযোগ আছে।

ভালদানো বলেন, ‘আমরা এখন ভালো করছি। কিন্তু আমি দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মধ্যে অনেক পার্থক্য দেখি। আমি মনে করি আর্জেন্টিনা যে কাউকে হারানোর মতো অভস্থায় আছে। কিন্তু ডেনমার্ক, সুইজারল্যান্ড ও বেলজিয়ামের মতো খুব শারীরিক ও প্রযুক্তিগত প্রতিভাধর দলকে হারানো তাদের জন্য কঠিন হবে।’

নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।