খেলাধুলা

ওয়ানডেতে আছেন মাহমুদউল্লাহ-মুশফিক

টি-টোয়েন্টি দলে জায়গা হারালেও ওয়ানডে দলে ঠিকই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাদের রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের দলে থাকা সদস্যদের নাম ঘোষণা করে শোনান প্রধান নির্বাচক। টি-টোয়েন্টিতে ‘নতুন ব্র্যান্ডের টিম’ গঠন করলেও ওয়ানডেতে নিয়মিত সাফল্য আসতে থাকায় এখান হাত দেয়নি টিম-ম্যানেজম্যান্ট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিক জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে ফিরেছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। সবশেষে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের শুরুতে খেলেছিলেন হাসান।

এ ছাড়া সাকিব আল হাসান ছুটিতে থাকায় তাকে রাখা হয়নি। ওয়েস্ট ইন্ডিজে সিরিজেও ছিলেন না সাকিব। উইন্ডিজে সাকিবের পরিবর্তে ওয়ানডে খেলা তাইজুল ইসলাম আছেন এই সিরিজেও।

টি-টোয়েন্টি দিয়ে ৩০ জুলাই শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। ৫, ৭ ও ১০ আগস্ট হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচগুলো।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।