খেলাধুলা

অধিনায়ক সোহানকে মাশরাফির অভিনন্দন

টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। তার পরিবর্তে তরুণদের নিয়ে গড়া টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। ৩০ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নতুন ব্র্যান্ডের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন এই ক্রিকেটার।

শুক্রবার নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার আগে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আলোচনা করে সোহানকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘যখন মেধাবীরা কঠোর পরিশ্রম করতে চায় না, তখন মেধার চেয়ে কঠোর পরিশ্রম ভালো। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় কাজী নুরুল হাসান সোহানকে অভিনন্দন। অনেক অনেক শুভকামনা রইলো।’

৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ০২ আগস্ট। তিনটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।