খেলাধুলা

নতুন টি-টোয়েন্টি অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় মাহমুদউল্লাহও!

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হচ্ছেন সেই সিদ্ধান্তটা আজই নিয়ে নিতেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড সভায় টুকটাক কথাও উঠেছিল। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শেষে কথা বলবেন, তা আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন। তাই বোর্ড সভায় এ নিয়ে কোনও সিদ্ধান্ত আসেনি। 

তবে অধিনায়কের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত আছে জানিয়ে দিয়েছেন বোর্ড প্রধান। দুদিনের মধ্যে অধিনায়ক এবং এশিয়া কাপের দল ঘোষণা করার কথাও বলেছেন নাজমুল হাসান। 

অবাক করার বিষয় হলো, চারজনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছিল বিসিবি। তালিকায় থাকা একজন এরই মধ্যে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাকি আছেন তিনজন। সেই তালিকায় আছেন প্রবল সমালোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদও। দলে যার জায়গা নিশ্চিত নয় এমন কাউকে অধিনায়ক হিসেবে কীভাবে বিবেচনায় আনছে তা নিয়ে প্রশ্নও করা হয়েছিল বোর্ড প্রধানকে। কিন্তু কৌশলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।  

অধিনায়ক নির্বাচনের প্রশ্নের উত্তরে শুরুতে তিনি বলেন, ‘আগেই তো বলেছি সিরিজ শেষে আলোচনা হবে। টি-টোয়েন্টি আর ওয়ানডের খেলোয়াড়রা প্রায় একই। আগেও বলেছি সিরিজ শেষ হওয়ার আগে কোনও কথা নেই।’ 

অধিনায়কের সংক্ষিপ্ত তালিকা নিয়ে তিনি যোগ করেন, ‘অধিনায়কত্বে তিনটা নাম আছে। এর মধ্যে মাহমুদউল্লাহর নামও আছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বলা কঠিন। তবে মাহমুদউল্লাহর নাম আছে। সাকিব আল হাসানের নাম নিশ্চিতভাবেই আছে। অস্বীকার করার কিছু নেই। কারও একটা নাম আছে।’ 

‘আগে আরও একটি নাম ছিল- লিটন দাস। আপনাদের স্ট্রেইট ফরোয়ার্ড বলছি। এখন তো দেখছি নতুন করে যোগ হচ্ছে সোহান। অনেকে মনে করছে সোহানও ভবিষ্যতের অধিনায়ক।’- বলেন নাজমুল হাসান।

তালিকায় থাকা প্রত্যেকের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেন বিসিবি প্রধান, ‘নতুন অধিনায়ক যাকেই করি তার সঙ্গে তো বসতে হবে আগে। সে হতে চায় কি না সেটাও তো জানতে হবে। যেই চারটি নাম বললাম, এদের মধ্যে একজন অলরেডি না করে দিয়েছে। আমি বলবো না কে? বোর্ড বা ম্যানেজমেন্ট কী চিন্তা করলো সেটা যথেষ্ট না। যাদের কথা বলছি তারা হতে চায় কি না সেটাও জানতে হবে।’ 

তবে ভেতরের কথা ভিন্ন। নতুন অধিনায়ক বোর্ড চূড়ান্তই করে রেখেছে। সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হচ্ছেন। তার সঙ্গে কথা পাকাপাকিও করে ফেলেছে বোর্ড। তবে কী কারণে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে এত নাটক হচ্ছে, তা খোলাসা করছেন না কেউ।

নাজমুল হাসান অবশ্য এক প্রশ্নের জবাবে সাকিব অধিনায়ক হচ্ছেন সেই ধারণা দিয়েছেন, ‘সব কিছু চিন্তা করেই নামটা দেওয়া হবে। ভালোটাই দেওয়া হবে। আপনাদের অস্থির হবার কিছু নেই। এখন পর্যন্ত আমরা টেস্ট অধিনায়ক জানি, আমরা ওয়ানডে অধিনায়ক জানি। টি-টোয়েন্টিতে যদি দুই অধিনায়ক বা তিন অধিনায়কের নাম বলে দেই, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন সাকিব হচ্ছে কি হচ্ছে না। আমি এখন তো এই জিনিস বলবো না (হাসি)।’