খেলাধুলা

ধারাভাষ্যকক্ষকে বিদায় বললেন ইয়ান চ্যাপেল

চার দশকেরও বেশি সময় ধরে যে ধারাভাষ্যকক্ষে অনর্গল কথা বলে ক্রিকেটপ্রেমীদের আচ্ছন্ন করে রাখতেন, চুলচেরা বিশ্লেষণ করতেন ক্রিকেটারদের নিয়ে, সেখান থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রেট ইয়ান চ্যাপেল। আনুষ্ঠানিকভাবে ধারাভাষ্যের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। রোববার সিডনি মর্নিং হেরাল্ডের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল এই খবর জানায়।

ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে ৫ হাজারের বেশি রান করে ৭৫ টেস্টের চমৎকার ক্যারিয়ারের ইতি টানেন চ্যাপেল। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যেমন অনুভূতি হয়েছিল, ধারাভাষ্যকক্ষকে বিদায় বলতে সেটাই হচ্ছে বলে তিনি জানান।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া চ্যাপেল অবসর নেওয়ার পরপর মিডিয়া বক্সে যোগ দেন। ১৯৮০ সালে চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি করেন, পরে কাজ করেছেন এবিসির সঙ্গে। সিডনি মর্নিং হেরাল্ডকে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে পড়ে ওই দিনের কথা যখন আমি বুঝেছিলাম যথেষ্ট ক্রিকেট খেলেছি। আমি ঘড়ির দিকে তাকালাম, সময়টা ছিল ৫টা ১১ মিনিট এবং ওই সময় ভাবলাম আমাকে যেতে হবে।’