খেলাধুলা

স্বাধীনতা দিবসে মর্যাদাকর পুরস্কারে ভূষিত হলেন বাবর আজম

স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তী (৭৫ বছর) পালন করছে পাকিস্তান। এমন সময় দেশটির ফেডারেল সরকার তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করেছে অধিনায়ক বাবর আজমকে। তিনি সিতারা-ই-আজম পুরস্কারে ভূষিত হয়েছেন। শুধু বাবর আজম একা নন, স্বাধীনতা দিবসে পুরস্কারে ভূষিত হয়েছেন নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ ও ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক মাসুদ জান। বিসমাহ মারুফ পেয়েছেন তামঘা-ই-ইমতিয়াজ আর মাসুদ পেয়েছেন প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে পুরস্কারে ভূষিত হওয়া তিন ক্রিকেটারকে অভিনন্দন জানানো হয়েছে।

এর বাইরে বিদেশি ক্রিকেটার হিসেবে সিতারা-ই-আজম পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।

পাকিস্তানের হয়ে বিভিন্ন সেক্টরে দারুণ অবদান রাখা ২৫৩ জন দেশি ও বিদেশি নাগরিককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী বছরের ২৩ মার্চ এই পুরস্কার হস্তান্তর করা হবে।

বর্তমান পাকিস্তান পুরুষ জাতীয় দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফরে রয়েছে।