খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিচরণ দেড় দশকের বেশি সময়। তারপরও এই সংস্করণে এখনও ধুঁকছে দলটি। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১০ ম্যাচে ৮টিই হেরেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, আসন্ন এশিয়া কাপে ভালো করার সম্ভাবনা খুবই কম। কারণ, জয়ের ধারাবাহিকতায় দল নেই। সঙ্গে ইনজুরির কারণে সেরা একাদশের বেশ কিছু খেলোয়াড়কেও পাচ্ছে না। তবুও ভালো কিছুর আশায় সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ।

দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়ে রাখলেন, এবারও বাংলাদেশ ফাইনাল খেলতে চায়। ২০১৬ ও ২০১৮ সালে পরপর দুই আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুইবারই ভারতের কাছে হারিয়েছে শিরোপা। এবার ফাইনালের লক্ষ্যে মাঠে নামবেন সাকিবরা।

খালেদ মাহমুদ আত্মবিশ্বাস নিয়ে বলেছেন,‘এশিয়া কাপের দ্বিতীয় পর্বে যাওয়া নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন, যেহেতু আমরা এই ফরম্যাটে ভালো করছি না। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা সেখানে ভালো করতে পারব। এর আগেও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলেছে। ফরম্যাট ৫০ ওভার হোক বা টি-টোয়েন্টি আমরা ফাইনালটা অবশ্যই খেলতে চাই। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা করতে, ভালো ক্রিকেট খেলতে।’

এশিয়া কাপের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের টপকে বাংলাদেশকে যেতে হবে সুপার ফোরে। সেখানে লিগ পর্বের মতো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব নয় মোটেও। আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রত্যেককেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে হারিয়েছে।

সাফল্য পেতে ব্যাটসম্যানদের বড় কিছুর করার কথা বলেছেন খালেদ মাহমুদ,‘১০৬-১১০ স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি আন্তর্জাতিক ক্রিকেট জিততে পারবেন না। আপনার ১৪০-৫০ এ ব্যাট করতে হবে। এখন ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। নইলে আপনি সার্ভাইভ করতে পারবেন না।’

এশিয়া কাপে অংশ নেওয়ার আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় আসবেন। অধিনায়ক সাকিব, কোচ এবং বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। ঢাকায় দুদিনের অনুশীলন শেষে ২৩ আগস্ট দুবাই উড়াল দেবে দল।

খালেদ মাহমুদ বলেছেন, ‘যাওয়ার আগে ম্যাচ সিনারিওতে আমরা দুটি অনুশীলন করতে চাই। সবাইকে সবার দায়িত্বটা এবার বুঝিয়ে দেবো। আমাদের কী প্রত্যাশা, সেটাও স্পষ্ট করে বলা হবে। তাদের কাছে কী চাই। পরিকল্পনাগুলো ছেলেদের ভালোভাবে বলে দিতে চাই।’