খেলাধুলা

দুই ‘সাকিবের’ কিছুক্ষণ

দেশের ক্রিকেটের ধ্রুবতারা সাকিব আল হাসানকে তার এতটাই পছন্দ যে নিজের নাম রেখে দিয়েছে সাকিব আল হাসান। মনেপ্রাণে খুদে এই সাকিবভক্ত বিশ্বাস করে, ‘একদিন আমিও হবো সাকিব আল হাসান।’ 

ইন্টারনেটের বিপুল প্রসারের যুগে সাকিবও চিনে ফেলেন সেই ভক্তকে। অবশেষে আজ দেখা হয়ে যায় দুই ‘সাকিবের।’ খুদে ভক্তের আসল নাম নাঈম শেখ। মিরপুরেই তার বাসা। সারাদিন কাটে মিরপুর হোম অব ক্রিকেটের গেটের আশেপাশে। আজ স্টেডিয়ামের গেটে সাকিবের গাড়ি দেখতেই সামনে দাঁড়িয়ে যায়। 

লুকিং গ্লাস খুলে সাকিব সেই ছেলেকে কাছে ডেকে নেন। পরিচয় জানার পর তাকে নিয়ে সাকিব স্টেডিয়ামে প্রবেশ করেন। জানা যায়, সাকিব তার নাম জিজ্ঞেস করার পর নাঈম শেখ উত্তর দেয়, ‘সাকিব আল হাসান।’ 

এই নাম কেন রেখেছে, কে রেখেছে জানতে চাইলে ভক্ত বলে, ‘আমি নিজেই নিজের নাম সাকিব আল হাসান রেখেছি। আপনার খেলা ভালো লাগে বলে আপনার নামে নাম রেখেছি।’ 

সকালে সাকিবের অনুশীলন চলে মিরপুরের ইনডোরের আউটডোর গ্রাউন্ডে। সেখানে নাঈম শেখকে নিয়ে উপস্থিত হন সাকিব। নেটে সাকিবকে কয়েকটি বলও করেছেন নাঈম। পরনে জিন্স ও শার্ট থাকায় ভক্তকে আলাদা করা যাচ্ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের কাছে জার্সি ও কেডসের আবদার করেছে নাঈম। সাকিবও সেই আবদার পূরণ করতে স্টেডিয়ামের পাশে জার্সির দোকানে পাঠান। কিন্তু সেগুলোর মান ভালো না হওয়ায় সাকিব নিজেই কাল তার হাতে জার্সি ও কেডস তুলে দেবেন বলে জানিয়েছেন। 

সাকিবের অনুশীলনে ঘণ্টাখানেক ছিল নাঈম। মিরপুরের বেষ্টনী পেরিয়ে কখনও ঢোকা হয়নি তার। সব সময় চেয়েছে খুব কাছ থেকে স্বপ্নের তারকাকে এক নজর দেখার। আজ খুদে নাঈমের সেই স্বপ্ন পূরণ হয়েছে। 

ক্রিকেটের প্রতি প্রবল ভালোবাসা, আগ্রহ আছে বলে মিরপুরকে নিজের ঠিকানা বানিয়ে ফেলেছে নাঈম। ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছা তার। সাকিব আল হাসান হওয়ার ইচ্ছা তার। সেই স্বপ্ন পূরণে সাকিব কিছুটা হলেও অনুপ্রেরণা জোগাতে পারছেন, তা কম কিসের!