খেলাধুলা

বার্সার অনুশীলন মাঠের বাইরে লেভানডোভস্কির ঘড়ি চুরি

বার্সেলোনায় আসার মাসখানেক যেতেই অপ্রীতিকর ঘটনার শিকার হলেন রবার্ট লেভানডোভস্কি। বৃহস্পতিবার ক্লাবের অনুশীলন মাঠ কিউটাট এস্পোর্তিভার বাইরে চুরি হয়ে যায় তার ৭০ হাজার ইউরোর ঘড়ি, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬৭ লাখ টাকা। পরে অবশ্য পুলিশ ওই চোরকে গ্রেপ্তার করে ঘড়িও উদ্ধার করেছে।

বায়ার্ন মিউনিখ থেকে সাড়ে ৪ কোটি ইউরোতে বার্সার সঙ্গে চুক্তি করেন লেভানডোভস্কি। ক্লাবের অনুশীলন মাঠ থেকে কিছুটা দূরে নিজের গাড়িতে বসে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। অটোগ্রাফ দিচ্ছিলেন, এমন সময় চোর তার ঘড়ি ছোঁ মেরে নিয়ে যায়।

লেভানডোভস্কি চোরকে তাড়া করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি ধরতে। পরে স্থানীয় পুলিশ তাকে খুঁজে বের করে ঘড়ি ফিরিয়ে দেন।

অনুশীলন মাঠের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খেলোয়াড়রা অনেক আগেই অভিযোগ করেছিলেন। অনেকেই সেখানে টিকটক ভিডিও করতে আসেন। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন ফুটবলাররা। তবে ক্লাব সূত্রে জানা গেছে, এমন অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে এড়াতে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে তারা।