খেলাধুলা

সাকিবকে ছাড়া বিশ্বকাপ পরিকল্পনায় বাধা হবে না: খালেদ মাহমুদ

রোববার রাতে সাকিব আল হাসান ঢাকা ছেড়েছেন। গন্তব্য যুক্তরাষ্ট্র। এরপর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। সেখানে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। সেখান থেকে আগামী মাসে নিউ জিল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের আগে সাকিব দলের সঙ্গে যোগ দেবেন।

লম্বা সময়ের জন্য সাকিব দলের সঙ্গে থাকবেন না। সামনেই যখন আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই প্রশ্ন উঠছে অধিনায়ককে ছাড়া দল পরিকল্পনান কিভাবে সম্ভব হবে? টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম কি একাই সব সামলাতে পারবেন?

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানালেন, সাকিবকে ছাড়া বিশ্বকাপ পরিকল্পনায় কোনো বাধা হবে না। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণা করতে হবে। খালেদ মাহমুদ জানালেন, ১২ সেপ্টেম্বরের পর দল ঘোষণা হবে। এছাড়া দল কেমন হতে পারে তা নিয়ে দুবাইতেই বৈঠক করেছেন সাকিব-শ্রীরাম।

গণমাধ্যমে আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিব সিপিএল খেলতে গেছে। অধিনায়ক হিসেবে দুবাইয়ে ওর সঙ্গে একটা মিটিং হয়ে গেছে। সাকিব তো বিশ্বের মধ্যেই আছে, জুম মিটিং করা যাবে, হোয়াটসঅ্যাপ আছে। যেকোনো সময় যোগাযোগ করা যাবে।’

শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে সাকিব আইপিএল খেলেছিলেন। এবারও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতির বড় সুযোগ পাচ্ছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। সিপিএলে এর আগে জ্যামাইকা তালাওয়াস এবং বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকার হয়ে শিরোপাও জিতেছেন তিনি। ২০১৯ সালে সাকিবের দল বার্বাডোজ সিপিএলের শিরোপা জেতে। এরপর জ্যামাইকাতে আবার ফিরলেও সাকিবকে ধরে রাখেনি দল। এবার গায়ানার হয়ে প্রথম মাঠে নামতে যাচ্ছেন তিনি।

এশিয়া কাপে লিটন, সোহান, হাসান মাহমুদ ইনজুরির কারণে খেলতে পারেননি। তাদেরকে বিশ্বকাপ দলে ফেরানোর পাশাপাশি পুরোনো কয়েকজন পরীক্ষিত ক্রিকেটারকেও বাজিয়ে দেখবে টিম ম্যানজেমেন্ট। এজন্য মিরপুরে ১২-১৪ বিশেষ ক্যাম্পও করবে।