খেলাধুলা

মেয়েদের নির্ভার হয়ে ফাইনাল উপভোগের পরামর্শ মাশরাফির

বাংলাদেশের অপেক্ষা সাফের একটি শিরোপার। বয়সভিত্তিক দলের হয়ে জেতা হয়েছে একাধিক শিরোপা৷ কিন্তু সিনিয়র দলের সাফের ট্রফি এখনও অধরা। সেই অপেক্ষা হয়তো আজ ফুরাতে যাচ্ছে নেপালে। 

স্বাগতিক দলকে হারিয়ে সাবিনা খাতুনের হাতে যদি শিরোপা ওঠে, তাহলে বাংলাদেশের উনিশ-কুড়ির মেয়েরা পেয়ে যাবেন অমরত্বের স্বীকৃতি। এজন্য মাঠে স্নায়ু ধরে রেখে খেলাটা উপভোগের পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক সফল ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, 'অভিনন্দন তোমাদের, যা কিছু করেছ, তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।' 

বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার সানজিদা নিজের ফেসবুকে এক পোস্টে ফুটবলে উঠে আসার কঠিন সময় ও বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটার গল্প লিখেছেন। ওই পোস্ট দেখে মাশরাফি সানজিদাকে আরও অনুপ্রেরণা জুগিয়ে লিখেছেন, 'বাবাকে হারিয়ে,মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করেছ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।'