খেলাধুলা

কৃষ্ণা-শামসুন্নাহারকে টাকা, সানজিদাকে আইফোন দিয়েছে বাফুফে 

হারানো টাকা বুঝে পেয়েছেন নারী ফুটবলাররা। কৃষ্ণা রানী সরকার দেড় লাখ, শামসুন্নাহারকে এক লাখ ও সানজিদা আক্তারকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাইজিংবিডিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ।

বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নাওমি রাইজিংবিডিকে বলেন, ‘ওদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। হারানো টাকার তিন-চারগুণ বেশি দেওয়া হয়েছে। কৃষ্ণা-সানজিদার হারিয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। বিপরীতে কৃষ্ণাকে দেওয়া হয় দেড় লাখ টাকা আর সানজিদাকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স। শামসুন্নাহারের হারিয়েছে ৫০ হাজার টাকা, তাকে দেওয়া হয়েছে ১ লাখ টাকা।’

রাইজিংবিডিকে টাকা হারানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন ভুক্তভোগী ফুটবলার শামসুন্নাহার সিনিয়র। তার ব্যাগ থেকে চুরি হয় ৪০০ ডলার। এ ছাড়া কৃষ্ণা-সানজিদার ব্যাগ থেকে চুরি হয় ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা।

কৃষ্ণাদের চুরি যাওয়া সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন নারী ফুটবল বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেছেন, ‘সিভিল অ্যাভিয়েশন ও বিমানবন্দর তদন্ত করছে। সেটি আমরা বিকালে জানতে পারবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ১০ জন লোক ছিল লাগেজ দেখার জন্য। ওরা বাচ্চা মেয়ে। টাকা না পেলে আমরা ব্যবস্থা করবো।’