খেলাধুলা

লিভারপুলের সহজ জয়, নাপোলির কাছে বিধ্বস্ত আয়াক্স

গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে হতাশাজনক ড্রয়ের পর ঘুরে দাঁড়ালো লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপের ম্যাচে রেঞ্জার্সকে ২-০ গোলে সহজেই হারিয়েছে তারা।

বিরতির আগে-পরে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও মোহাম্মদ সালাহ গোল করেন। তাতে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে লিভারপুল। নাপোলি শতভাগ সাফল্য ধরে রেখে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। ইতালিয়ান ক্লাব ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আয়াক্স আমস্টারডামকে। 

গত শনিবার ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে শতাধিক মৃত্যুর বিয়োগান্তক ঘটনায় অ্যানফিল্ডে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

স্বাগতিকদের এগিয়ে যেতে সময় লাগেনি। সমালোচকদের সাম্প্রতিক সমালোচনার জবাব দেন আলেক্সান্ডার আর্নল্ড সপ্তম মিনিটেই। ২৫ গজ দূর থেকে নেওয়া তার ফ্রি কিকে বল বাতাসে ভেসে গোলপোস্টের বাঁ পাশ দিয়ে কোনাকুনিভাবে ঢোকে। উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক দর্শকরা।

বিরতির পর সাত মিনিট পর হতেই স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে। মৌসুমে নিজের চতুর্থ গোল করেন সালাহ। ১৮ বছর বয়সী লিওন কিং বক্সের মধ্যে লুইস দিয়াজকে ফাউল করে ক্লপের দলকে পেনাল্টি উপহার দেন এবং মিশরীয় ফরোয়ার্ড সহজেই লক্ষ্যভেদ করেন।

এদিকে গ্রুপের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও আয়াক্সকে উড়িয়ে দিয়েছে নাপোলি। নবম মিনিটে কেনেথ টেলরের শট সতীর্থ কুডুসের পায়ে লেগে জালে জড়ায়।

আমস্টারডাম এরেনায় উৎসব বেশিক্ষণ টেকেনি। স্বাগতিকরা নাপোলির মুহুর্মুহু আক্রমণের সঙ্গে পেরে ওঠেনি। ১৮তম মিনিটে রাসপাডোরি  ডাইভিং হেডে সমতা ফেরান। কর্নার থেকে উড়ে আসা বলে ডি লরেঞ্জো হেড করে ২-১ করেন। বিরতির আগে জিয়েলিনস্কিকে দিয়ে দলের তৃতীয় গোল করান আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগুইসা। বিরতির পর দ্বিতীয় মিনিটে আবারও রাসপাডোরিকে গোল বানিয়ে দেন তিনি।

৬৩তম মিনিটে রাসপাডোরির সঙ্গে ওয়ান-টু পাসের পর দারুণ ফিনিশিংয়ে ৫-১ করেন কেভারাৎস্কেলি। আয়াক্সের অপূরণীয় ক্ষতির আরও বাকি ছিল, তাদের অধিনায়ক দুসান তাদিচ লাল কার্ড দেখেন ৭৩ মিনিটে। এর ৮ মিনিট পর ষষ্ঠ গোল করেন জিওভান্নি সিমিওনে।

আগামী বুধবার ইতালিতে দুই ক্লাব আবারও মুখোমুখি হবে। ওই ম্যাচেই নাপোলি নিশ্চিত করে ফেলতে পারে নকআউট।

‘বি’ গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে খাদের কিনারায় ফেলেছে ক্লাব ব্রুগ। দলটি টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। অ্যাটলেটিকো তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে। একই ব্যবধানে বায়ার লেভারকুসেনকে হারিয়ে এফসি পোর্তো সমান পয়েন্ট পেয়েছে, গোল ব্যবধানে এগিয়ে থেকে জার্মান ক্লাবকে টপকে দুইয়ে তারা।