খেলাধুলা

প্রতিকূল কন্ডিশনে অনুশীলনে তৃপ্তি

উপমহাদেশের দলগুলো নিউ জিল্যান্ডের কন্ডিশনে বরাবরই খাবি খায়। নিউ জিল্যান্ডে এখন অনেক শীত। কিছু কিছু জায়গায় বরফও পড়ে। যা স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত করে। বাংলাদেশের ক্রিকেটাররা এমন প্রতিকূল আবহাওয়াতেই গেছেন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। তবে এই আবহাওয়াতেই নিজেদের মানিয়ে নিয়ে ভালো প্রস্তুতি নিতে পারছেন বলে মনে করছেন বাংলাদেশের সহ-অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান।

নিজেদের প্রস্তুতি নিয়ে সোহান গণমাধ্যমে বলেছেন, ‘এখানে কন্ডিশনটা একটু ভিন্ন, ঠাণ্ডা বেশি। তবে আমরা দুইদিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। কালকে আবার অনুশীলন করবো। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় ম্যাচের আগে আমরা সবাই আত্মবিশ্বাসী এবং কন্ডিশন বড় কোনো কারণ হবে না। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করবো।’

প্রস্তুতির বিষয়ে সোহান বললেন এভাবে, ‘আমরা এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়া স্বত্ত্বেও দুইদিনের অনুশীলন ভালোভাবে করতে পেরেছি। এর আগে আমরা দুবাইয়েও দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয় প্রস্তুতির দিক থেকে সবাই খুব ভালো করছে। এমন আবহাওয়া থাকার পরেও আমরা অনুশীলন করতে পারছি এটা খুব ভালো। আগামীকালকেও অনুশীলন করবো। তো ম্যাচের আগে আমরা প্রস্তুতির দিক থেকে শতভাগ ঠিক আছি।’

বাংলাদেশ অনুশীলন করছে লিংকনে। সেখানে স্থানীয় এক একাডেমিতে ঘাম ঝরাচ্ছেন দুদিন হলো। ৭ অক্টোবর মাঠে নামার আগে বাংলাদেশ বৃহস্পতিবারও সেখানে অনুশীলন করবে। নিউ জিল্যান্ডে সিরিজ খেলে বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ খেলতে। এই সিরিজের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিরুদ্ধ কন্ডিশনে কাজে আসবে বলে বিশ্বাস করে সকলে। যদিও অস্ট্রেলিয়াতে বিশ্বকাপের সময় গরম থাকবে। আবার নিউ জিল্যান্ডের উইকেটগুলোতে ন্যাচারাল মুভমেন্টও মেলে, যা অস্ট্রেলিয়ায় দেখা যায় কম।

ম্যাচ খেলার এ অভিজ্ঞতাই বাংলাদেশকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস করেন সোহান, ‘এশিয়ার কন্ডিশনের চেয়ে নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়ার কন্ডিশন পুরোপুরি আলাদা। আমার কাছে মনে হয় যে এটি আমাদের জন্য খুব ভালো সুযোগ যে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা এরকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং পাকিস্তান-নিউ জিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। এটি বিশ্বকাপে আমাদের বুস্ট আপ করবে। এখান থেকে আমরা ইতিবাচক দিকগুলো নিয়ে যদি আমরা বিশ্বকাপে যেতে পারি, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আশা করতে পারি।’

৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানকে হারিয়ে সিরিজে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে বাংলাদেশকে তিন বিভাগেই ভালো খেলতে হবে। সোহান বলেছেন, ‘পাকিস্তান অবশ্যই অনেক ভালো দল। তবে আমরা যদি তিন দিক থেকেই ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ভালো করতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে।’