খেলাধুলা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার জন্য ফিট নেইমার

কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে দেখা যায়নি তাকে। সুস্থ হওয়ার লড়াই চলতে থাকে। ব্রাজিলের শেষ ষোলো ম্যাচের আগে পিএসজি ফরোয়ার্ড জানান, তিনি এখন ভালো বোধ করছেন। প্রধান কোচ তিতেও দিলেন ইতিবাচক আভাস।

রোববারের সংবাদ সম্মেলনে অধিনায়ক থিয়াগো সিলভাকে প্রশ্ন করা হয়েছিল, নেইমার খেলার জন্য ফিট কি না। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এক শব্দে বলেন, ‘হ্যাঁ’। তিতে তার সঙ্গে সায় দেন, ‘আজ বিকেলে (রোববার) অনুশীলন করতে যাচ্ছে। যদি সে ভালো থাকে, কাল খেলবে। আমি এমন কোনও তথ্য দিতে চাই না যা সত্যি নয়। আমার উত্তর হলো, আজ বিকেলে সে অনুশীলন করবে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে খেলবে সে।’

গোড়ালির চোটের পাশাপাশি নেইমার জ্বরে আক্রান্ত হন। এদিকে তার সতীর্থ দানিলোও মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দেখা যেতে পারে তাকেও। দলের ডাক্তার রদ্রিগো ল্যাসমার বলেছেন, ‘নেইমারের ব্যাপারে ভাবার সময় আমাদের হাতে আছে। তবে ভালো সম্ভাবনা আছে।’

নেইমার সর্বকালের সেরা গোলদাতা হওয়ার দৌড়ে আছেন। আর দুটি গোল করলেই ছোঁবেন পেলেকে। সোমবার মাঠে নামলে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে নিশ্চিতভাবে সেরাটা দেবেন তিনি।