খেলাধুলা

ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা মঙ্গলবার শুরু

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা-২০২২’। পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হবে।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ সোমবার দুপুরে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় তিনটি ক্যাটাগারিতে দশটি ইভেন্টে প্রায় শতাধিক বক্সারের অংশগ্রহণে শুরু হবে ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা। ক্যাটাগোরি তিনটি হলো- সিনিয়র পুরুষ, সিনিয়র মহিলা ও জুনিয়র বালক।

পুরুষ সিনিয়র বিভাগে ৪৮, ৫১, ৫৪ ও ৫৭, সিনিয়র মহিলা বিভাগে ৪৮, ৫০ ও ৫২ এবং জুনিয়র বালক বিভাগে ৩২, ৩৫ ও ৪৫ কেজি ওজন শ্রেণিতে লড়বেন বক্সাররা।

সিনিয়র বিভাগে বিভিন্ন সার্ভিসেস দল এবং জুনিয়র বিভাগে খেলবেন ঢাকার ক্লাবগুলোর ক্রীড়াবিদরা।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকদিনের। তাদের সঙ্গে নিয়মিত আমরা বিভিন্ন আয়োজনে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। যথারীতি এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। আশা করবো দারুণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা হবে।’

এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘বিজয় দিবস হলো নতুন প্রতিভাবান বক্সারদের উঠে আাসর মঞ্চ। তাই এখানে নবীন বক্সাররা অংশ নেবেন। ওয়ালটনকে ধন্যবাদ এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করার জন্য।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।