খেলাধুলা

তিন দিনে জিতে সেন্ট্রাল জোনের দুইয়ে দুই

বিসিএলের প্রথম রাউন্ডে ইসলামী ব‌্যাংককে নিজেদের সামনে দাঁড়াতেই দেয়নি বিসিবি সেন্ট্রাল জোন। ইনিংস ও ১১৬ রানে জিতেছিল তারা। দ্বিতীয় রাউন্ডেও অপ্রতিরোধ‌্য তারা। নর্থ জোনকে হারিয়েছে তিন দিনেই। জিতেছে ১০ উইকেটের বিশাল ব‌্যবধানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব‌্যাটিং করে বিসিবি নর্থ জোন মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায়। জবাবে সেন্ট্রাল জোন ৩৩৫ রানের স্কোর পায়। পিছিয়ে থেকে ব‌্যাটিংয়ে নেমে নর্থ জোনের দ্বিতীয় ইনিংসও ভালো হয়নি। মাত্র ২৪৭ রানে গুটিয়ে যায়। তাতে সেন্ট্রাল জোন ৮৫ রানের লক্ষ‌্য পায়। কোনো উইকেট হারিয়ে বুধবার সেই লক্ষ‌্য ছুঁয়ে ফেলে সেন্ট্রাল জোন।

হাতে ৬ উইকেট রেখে ১২২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো নর্থ জোন। আজ ১২৫ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় তারা। সাইফ হাসান ৪৩ রানে আউট হন। নাসির হোসেন ফেরেন ১ রানে। দলকে একা টানেন অধিনায়ক আকবর আলী। ৮৮ রান আসে তার ব‌্যাট থেকে। ১১৬ বলে ১১ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া সোহরওয়ার্দী শুভ করেন ১৬ রান।

বল হাতে পেসার আবু হায়দার রনি নেন ৪ উইকেট। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার মুশফিক হাসান। ১টি করে উইকেট নিয়েছেন সৌম‌্য সরকার, হাসান মুরাদ, আরিফুল হক ও শুভাগত হোম।

সহজ লক্ষ‌্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে দলের জয় এনে দেন আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মজিদ। ঝড়ো ব‌্যাটিংয়ে আব্দুল্লাহ মামুন ৭০ বলে করেন ৬৬ রান। ৯ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। মজিদ ৩৬ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন প্রথম ইনিংসে ১৩৮ রানের নজরকাড়া ইনিংস খেলা জাকের আলী।