আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে মনোনীত চারজনের নাম প্রকাশিত হয়েছে। ২০২২ সালে দারুণ পারফরম্যান্স করা ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের স্যাম কারান, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এই লড়াইয়ে থাকছেন।
ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার এই বছর ১১৬৪ রান করেছেন। বছর শেষ করেছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। তার স্ট্রাইক রেট ১৮৭.৪৩। এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি ৬৮ ছক্কা হাঁকান তিনি। এই বছর দুটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি আছে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যানের ঝুলিতে।
সূর্যকুমারের সঙ্গে এই লড়াইয়ে যোগ দেওয়া কারান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ১৯ ম্যাচ খেলে ৬৭ রান ও ২৫ উইকেট তার। ডেথ বোলিংয়ে প্রতিপক্ষকে আতঙ্কিত করেছেন তিনি। বিশ্বকাপে ১৩ উইকেট নেন এবং ফাইনালে হন ম্যাচসেরা। আইপিএল নিলামেও গড়েছেন রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি সাড়ে ১৮ কোটি রুপিতে তাকে কিনেছে পাঞ্জাব কিংস।
মনোনীত চারজনের মধ্যে আন্ডারডগ বলা যায় রাজাকে। এই বছর ২৪ ম্যাচে ৭৩৫ রান ও ২৫ উইকেট। ২০২১ সালের বর্ষসেরা রিজওয়ানকে ফেলে দেওয়া যায় না। ২৫ ম্যাচ খেলে এই ওপেনার করেছেন ৯৯৬ রান। উইকেটের পেছনে ৯ ক্যাচ ও তিনটি স্টাম্পিংও করেন পাকিস্তানি উইকেটকিপার।