খেলাধুলা

৪৫ বলে সাকিবের ৮১, চ্যালেঞ্জ ছুড়লো বরিশাল 

আগের দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ শুরু করেও থিতু হতে পারেননি। ২৪ ঘণ্টার ব্যবধানে মাঠে নেমে এবার পুষিয়ে দিলেন সাকিব আল হাসান। তার ঝড়ো ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যালেঞ্জ ছুড়েছে ফরচুন বরিশাল। 

চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান করে বরিশাল। মাত্র ৪৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন বরিশালের অধিনায়ক সাকিব।

৩১ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে সাকিব ফিফটি করেন। পরের ১৪ বলে করেন ৩১ রান। তার ইনিংসে চারের মার ছিল ৮টি আর ছয়ের মার ২টি। চলতি আসরে ৪ ম্যাচে সাকিবের দ্বিতীয় ফিফটি এটি। এক ম্যাচ ব্যাটিংয়ে নামা লাগেনি।

সাকিব ছাড়া বরিশালের আর কেউ ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১২ বলে ২১ রানের ইনিংস খেলে সম্ভাবনা দেখালেও চতুরঙ্গ পারেননি শেষ পর্যন্ত। ইবরাহীন জাদরানের ব্যাট থেকে আসে ২৭ রান।

দুই ওপেনার ধীরগতির ইনিংস খেলেন। মিরাজ (৯ বলে ৬) ও এনামুল হক বিজয় (২০ বলে ২০) রান করে সাজঘরে ফেরেন। সাকিবের সঙ্গে ৫ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন করিম জানাত।

কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন তানভীর ইসলাম। ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনি চার উইকেট নেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন নাঈম হাসান ও খুশদিল শাহ।