খেলাধুলা

ওয়ালটন-বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ

‘ওয়ালটন-বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি, ২০২৩) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস। আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

প্রযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাম্প্রতিক খেলাধুলায় বাংলাদেশের সফলতার কথা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময় খেলাধুলায় আমাদের অনেক সফলতা আছে। নারী ফুটবল, ক্রিকেটে ভারতকে হারানোসহ বিভিন্ন খেলায় সাফল্যের স্বাক্ষর রাখতে পেরেছি।’

এবারের স্পোর্টস ফেস্টিভ্যালে মোট ৭টি ইভেন্টে বিএসআরএফ-এর সদস্যরা এবং সদস্য নন এমন সাংবাদিকরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিযোগিতার ৭টি ইভেন্টের মধ্যে ৬টি ছিল বিএসআরএফ সদস্যদের জন্য। আর ১টি ইভেন্ট ছিল সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য। দাবা, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, ব্রিজ, টেবিল টেনিস, লুডু (সদস্যদের জন্য) ও লুডু (সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য)।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৮ নভেম্বর লুডু ইভেন্ট দিয়ে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যাল। আর গেল ১ জানুয়ারি ২০২৩ টেবিল টেনিস ইভেন্টের মধ্য দিয়ে শেষ হয়। আজ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ‘ওয়ালটন-বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২।’