খেলাধুলা

১০৮ রানে অলআউট নিউ জিল্যান্ড

প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছিল নিউ জিল্যান্ড। ৩৪৯ রান তাড়া করে হার মেনেছিল ১২ রানে। কিন্তু রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে সুবিধা করতে পারলো না সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে অলআউট হয়েছে ১০৮ রানে।

ভারতের ছয়জন বোলার বল করেন। সবাই পেয়েছেন উইকেট। তার মধ্যে মোহাম্মদ শামি ৬ ওভার বল করে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।

ব্যাট হাতে কিউইদের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে গ্লেন ফিলিপস ৫২ বলে ৫ চারে সর্বোচ্চ ৩৬ রান করেন। মিচেল স্যান্টনার ৩৯ বলে ৩ চারে ২৭ রান করেন। মাইকেল ব্রেসওয়েল ৩০ বলে ৪ চারে করেন ২২ রান।

ভারতের বোলিং তোপে ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ব্ল্যাক ক্যাপসরা। সেখান থেকে ফিলিপস, ব্রেসওয়েল ও স্যান্টনার যথাক্রমে ৪১ ও ৪৭ রানের জুটি গড়ে দলকে শতরান পার করান। তারা তিনজন আউট হওয়ার পর আবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তাতে ১০৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

প্রথম ওয়ানডে জয় পাওয়ায় আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে ভারতের।