খেলাধুলা

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের ষষ্ঠ রাউন্ড শেষেও শীর্ষে স্পোর্টস বাংলা

‘মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০২২’ এর ষষ্ঠ রাউন্ডের খেলা আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি, ২০২৩) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচ তলাস্থ সভাকক্ষ ও তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়। স্পোর্টস বাংলা ৬ খেলায় পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

ষষ্ঠ রাউন্ডের খেলায় স্পোর্টস বাংলা ৩-১ গেম পয়েন্টে অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দলকে পরাজিত করে। এদিকে আসাদ চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ চেস এরিনাকে, বিডি চেস ইন স্কুল ৪-০ গেম পয়েন্টে সোহাম্মদপুর চেস ক্লাব (রেড) কে, দাবারু স্পন্দন চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে অগ্নিবীনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

কুমিল্লা ভিক্টোরিয়ানস চেস টিম ২-২ গেম পয়েন্টে আফরোজা চেস ওয়ার্ল্ডের সাথে ড্র করে। মর্নিং গ্লোরী চেস কøাব-কুষ্টিয়া ১-০ গেম পয়েন্টে মাস্টার মাইন্ড চেস ক্লাবের বিরুদ্ধে, দিপালী মেমোরিয়াল ক্লাব ২-১ গেম পয়েন্টে হাতিরঝিল চেস ফোরামের বিরুদ্ধে, আইমারস ২-১ ২-১ গেম পয়েন্টে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের বিরুদ্ধে, ইপসা চেস.বিডি ১.৫-০.৫ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশ ক্রাউন চেস ক্লাব ২-০ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে এগিয়ে রয়েছে।

সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল বুধবার বিকেল ৩টা হতে একই স্থান সমূহে শুরু হবে।

এবারের এই মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে রেকর্ড ৫২টি দল অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ছাড়াও ভারতের ৮ জন খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করেছেন।

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং শীর্ষস্থান প্রাপ্ত প্রথম তিনটি দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল দেয়া হবে। তার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থানধারী দল ১০ হাজার টাকা পাবে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ২০২৩ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম।