খেলাধুলা

পরিশ্রম, নিবেদনের প্রতিচ্ছবি তাসকিন

তপ্ত বালুর ওপর দৌড়াচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা। জিমে পড়ে আছেন দিন-রাত। করছেন মাইন্ড ট্রেনিং। বোলিং অনুশীলন আরো ধারালো, ক্ষুরধার। বলা হয়, আগুনে পুড়ে পুড়ে সোনা নাকি খাঁটি হয়। তাসকিন আহমেদ নিজেকে হারিয়ে ফিরিয়ে আনতে ঠিক এভাবেই পুড়িয়েছেন। কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে হয়েছেন খাঁটি সোনা। কঠিন পথ পেরিয়ে দিনকে দিন নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, যেখানে অনুপ্রেরণার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। 

তরুণ কিংবা অভিজ্ঞ যারাই তাসকিন সম্পর্কে কথা বলছেন, ভাসাচ্ছেন স্তুতিতে। বিপিএলে তার দল ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনও করলেন তার গুণকীর্তন। সিলেটে নাসির বললেন, ‘বাংলাদেশের সব ক্রিকেটারের ওকে অনুসরণ করা উচিত।’ 

জাতীয় দল থেকে বাদ পড়ার পর তাসকিন চোখের জলে ভাসান প্রিয় আঙিনা। ফিটনেস ইস্যু, বোলিং পারফরম‌্যান্স- সবকিছু মিলিয়ে ডানহাতি পেসার নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। সেখান থেকে উঠে আসতে নিজেকে ভেঙে তৈরি করেছেন। হার না মানা মনোবল, দৃঢ়প্রতিজ্ঞ ও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় তাসকিন হয়ে ওঠেন দৃষ্টান্ত। তিন ফরম‌্যাটে সমানতালে পারফর্ম করে হয়েছেন দলের নিউক্লিয়াস। সাদা কিংবা লাল, দুই বলেই ডানা মেলে উড়ছেন এ পেসার। সঙ্গে নিজেকে পাল্টে কথাবার্তায় হয়েছেন আরো পরিণত, গোছালো, শৃঙ্খল। 

তাসকিনের এই ফিরে আসা, নিজেকে গড়ে তোলা দেশের ক্রিকেটে হয়ে আছে অপূর্ব দৃষ্টান্ত। নাসির বিশ্বাস করেন তাসকিনের এই পরিশ্রমের গল্পই হতে পারে যে কোনো ক্রিকেটারের আদর্শ, ‘অবশ্যই অনুপ্রাণিত করবে (তাসকিনের ফিরে আসা)। কারণ এখন যারা তরুণ ক্রিকেটার আসছে, একটা সময় ছিল... তাসকিনের কথাই বলি, ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে। জাতীয় দল থেকে বের হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা অনুসরণ করা উচিত। আপনি যদি বাংলাদেশ ক্রিকেটে বা নিজের উন্নতি করতে চান, তাহলে এখন যদি দুই ঘণ্টা অনুশীলন করেন, হয়তো সে জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে। তাহলে এটা আমার ও বাংলাদেশ দলের জন্য ভালো হবে। অবশ্যই ওকে অনুসরণ করা উচিত। ও যে কষ্ট করে ও পরিশ্রম করে, তার ফল পাচ্ছে। জাতীয় দলেও পাচ্ছে, বিপিএলেও ভালো করছে।’ 

তাসকিনের যে জিনিসটি নাসিরের বেশি মনে ধরেছে, ‘ও এখন যেখানে, যে পরিস্থিতিতেই খেলুক না কেন; ম্যাচের যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন ও কখনোই এই জিনিসটা অনুভব করে না যে আমরা হারতে এসেছি বা হারবো। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। দলকে সহযোগিতা করার জন‌্য শতভাগ প্রচেষ্টা থাকে।’