খেলাধুলা

দাবা অলিম্পিয়াডে পানামাকে হারালো বাংলাদেশ

সার্বিয়ায় প্রথমবারের মতো আয়োজিত ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ -এর দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ দাবা দল ৩-১ গেম পয়েন্টে পনামাকে হারিয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় বেলগ্রেড শহরে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের পক্ষে সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২), বাপ্পী সরকার (রেটিং-১৭৭৮) ও মো. আলী নেওয়াজ সরকার (রেটিং-১৮০৯) যথাক্রমে পানামার ওসোরিওজেসাস ক্যামিলো (রেটিং-১৮৫৯), মুনোজ আলবা ক্রিস্টাল (রেটিং-১০০০) ও সিঙ্গারেস মারিয়ো ওসকারকে (রেটিং-১৪২৫) হারান। বাংলাদেশের মো. খোরশেদ আলম (রেটিং-২০২৬) পানামার জিমিনেজ মোরোন ইলিয়াসের (রেটিং-১৯৬৭) কাছে হেরে যান।

আজ বৃধবার (০১ ফেব্রুয়ারি, ২০২৩) তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ চেক রিপাবলিকের মুখোমুখি হবে। বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রাকটর মাসুদুর রহমান মল্লিক দিপু।