খেলাধুলা

আজমকে ‘বডি শেমিং’ করে বিতর্কিত নাসিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি তারকা ক্রিকেটারদের মেলা। কেউ কেউ একই দলে খেলছেন, আবার কেউ কারো প্রতিদ্বন্দ্বী। যেমন আজম খান ও নাসিম শাহ। মঙ্গলবার খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মুখোমুখি হন দুই তারকা। খেলা চলার সময় আজমের শারীরিক গঠন নিয়ে মজা করেন নাসিম। আর এমন আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি পেসার।

বিতর্কিত ঘটনাটি ঘটে প্রথম ইনিংসের ১৯তম ওভারে। ব্যাটিং করছিলেন আজম, বোলিংয়ে নাসিম। বল মোকাবিলা করে স্ট্রাইক প্রান্ত থেকে ফেরার সময় আজমকে মজা করে ধাক্কা দেন নাসিম। হাসিমুখে নাসিমকে একপাশে সরিয়ে দেন আজম। পরে নাসিম পেছন থেকে তার অগোচরে হাঁটার অঙ্গভঙ্গি নকল করেন।

ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নাসিমের কড়া সমালোচনা করেছেন ক্রিকেট ভক্তরা। একজন টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজম খানকে উপহাস করছে।’ আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘নাসিম শাহ আরো ভালো কিছু করতে পারতো। বডি শেমিং মজার বিষয় নয়, নাসিম ভক্তদের জন্য দুঃখ লাগছে।’

একই মন্তব্য আরেকজনের, ‘বন্ধুত্ব ঠিক আছে। কিন্তু ক্যামেরায় বডি শেমিং করলে সেটা কারো জন্য স্বস্তির নয়, এমনকি তার বন্ধুর জন্যও।’ আজম কিছু মনে করেননি বলে বিশ্বাস একজনের, ‘আমি আশা করি এটা মজার বিষয় ছিল। আজম খান অস্বস্তিবোধ করেনি।’ নাসিমের আচরণে ক্ষুব্ধ আরেকজন, ‘জঘন্য আচরণ।’ এই ভক্ত আইসিসিকে বিষয়টি নিয়ে ভাবার কথা বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে আইসিসির বিষয়টির দিকে নজর দেওয়া উচিত। এটাকে বডি শেমিং বলে, উপহাস নয়।’