খেলাধুলা

বিশ্বকাপজয়ী এনজোকে নিয়েও ভাগ্য বদলায়নি চেলসির 

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রেকর্ড ট্রান্সফারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছিল চেলসি। সেই এনজোর অভিষেকও হয়ে গেছে চেলসির হয়ে। কিন্তু জয়ের মুখ দেখেনি ব্লুজরা।

শুক্রবার রাতে স্টামফোর্ড ব্রিজে ফুলহামের মুখোমুখি হয় চেলসি। নিজেদের ঘরের মাঠে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্র-তে।

জানুয়ারিতে ১২ কোটি ১০ লাখ ইউরোর বিনিময়ে বেনিফিকা থেকে এনজোকে কিনে নেয় চেলসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪০০ কোটি টাকার মতো। কিন্তু ভাগ্য বদল হয়নি চেলসির। সবশেষ ৬ ম্যাচে মাত্র ১টি জয়।

২১ ম্যাচ শেষে ইপিএলে চেলসির পয়েন্ট ৩০। অবস্থানে নবম স্থানে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ফুলহাম ৩২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

ম্যাচে দাপট বজায় রাখলেও গোলের মুখ দেখেনি চেলসি। আক্রমণের পর আক্রমণ করলেও তা ছিল লক্ষ্যহীন। ১৫টি শটের মধ্যে ৩টি অনটার্গেট। অন্যদিকে ফুলহামের ১৪টি শটের ৪টি ছিল অনটার্গেট।

বল দখলের লড়াইয়েও ছিল চেলসির রাজত্ব। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। কিন্তু ম্যাচে ভাগ্য নির্ধারণের জন্য গোলই দিতে পারেনি তারা। জয়ে ফিরতে মরিয়া চেলসি বোর্ড কম চেষ্টা করছে না। এনজোরা কি ভাগ্য বদলাতে পারবেন?