খেলাধুলা

আফিফ-উসমানের হাফ সেঞ্চুরিতে চট্টগ্রামের ১৫৬

আফিফ হোসেন ধ্রুব ও উসমান খানের হাফ সেঞ্চুরিতে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। দুই ফিফটিতে দলটির সংগ্রহ ৭ উইকেট ১৫৬ রান।

শূন্য রানে ওপেনার মেহেদি মরুফ ফেরার পর তিনে নামা খাজা নাফেও (২) আউট হয়ে গেলে আফিফ তৃতীয় ওভারে ব্যাটিংয়ে আসেন। ইনিংসের শেষ ওভারে গিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আফিফ ৪৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬৬ রান করেন। ফিফটি করেন ৪০ বলে। ওপেনিংয়ে নামা উসমানকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন। উসমান ৪১ বলে ৫২ রান করে ফিরে গেলো আফিফ থাকেন শেষ ওভার পর্যন্ত। দুজনের তৃতীয় উইকেটের জুটিতে আসে ৮৮ রান।

শেষ দিকে ডারউইশ রাসুলি ঝড় তোলেন। মাত্র ৯ বলে ২১ রান করেন তিনি। হাঁকান দুটি ছয় ও ১টি চার। এ ছাড়া ১০ বলে ১২ রান করেন অধিনায়ক শুভাগত হোম।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নেন তানভীর ইসলাম ও হাসান আলী। ১টি উইকেট নেন সৈকত আলী। মোস্তাফিজুর রহমান ছিলেন খরুচে। ৪ ওভারে  ৪৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন বাঁহাতি এই পেসার।