খেলাধুলা

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৩’ আজ রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রতিযোগিতার পাঁচটি ইভেন্টের বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।

দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার।

এ সময় বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক কে এইচ মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী বোরহান। এবং সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদার অনুষ্ঠান পরিচালনা করেন।

এবারের এই ক্রীড়া উৎসবের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হন স্বপন সরকার, দ্বিতীয় হন শহিদুল ইসলাম সিকদার এবং তৃতীয় হন মোহাম্মদ মেহরাজ (রাজ)।

শ্যুটিং প্রতিযোগিতায় প্রথম হন শেখ সোহেল আহমেদ, দ্বিতীয় হন মশিউর রহমান সুমন ও তৃতীয় হন মেহেদী জামান।

দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন এম খোকন সিকদার, রানার আপ হন নবী উল ইসলাম নয়ন।

লুডু প্রতিযোগিতায় প্রথম হন উম্মে সালমা লাভলী, দ্বিতীয় হন জেসমিন জ্্্ুঁই ও তৃতীয় হন সুরভী আক্তার রিয়া।

বল নিক্ষেপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন স্বপন সরকার। রানার্স-আপ হন শহিদুল ইসলাম সিকদার। আর তৃতীয় হন মোহাম্মদ মেহরাজ (রাজ)।

এবারের ক্রীড়া উৎসবের ইভেন্টগুলো হলো- ক্যারম দ্বৈত, দাবা, শ্যুটিং, নারী সদস্যের লুডু ও সিনিয়র সদস্যদের (পঞ্চাশোর্ধ্ব) টেনিস বল নিক্ষেপ।

এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।