খেলাধুলা

ব‌্যাটসম‌্যানদের মন খারাপ হবে ভেবে আউটের পর উদযাপন করেন না হাসান

নামের পাশে ৩২ রানে ৫ উইকেট। যে কোনো বোলারের জন‌্য এ যেন আরাধ‌্য অর্জন, স্বপ্নপূরণের ক্ষণ। নিজের অষ্টম ওয়ানডে খেলতে নেমে হাসান মাহমুদ পেয়েছেন ফাইফারের স্বাদ। সঙ্গে পেশাদার ক্রিকেটে প্রথম এ অর্জন হওয়াতে উচ্ছ্বাসটা একটু বেশি। 

আয়ারল‌্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার আগুনে বোলিংয়ে জয় পেয়েছে বাংলাদেশও। সিলেটে প্রাপ্তির ডালায় অনন‌্য হাসান। তবে নিশ্চিতভাবেই হৃদয় জিতেছেন ম‌্যাচের পর সংবাদ সম্মেলনে এসে। ওল্ড স্কুল কিংবা আধুনিক ক্রিকেটে পেসার মানেই আগ্রাসন। পেসার মানেই খ‌্যাপাটে উদযাপন। সেখানে হাসান যেন ভিন্ন গ্রহের কেউ! 

উইকেট প্রাপ্তির পর মুখে কেবল এক চিলতে হাসি। কোনো উদযাপন নেই। কোনো রং ঢং নেই। কেন এমনটা কেন? জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে। উত্তরে হাসান যা বলেছেন তাতে হৃদয় জিতে নিয়েছেন উপস্থিত সবারই, ‘করি না (উদযাপন)… জাস্ট এমনিতেই…। ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপন করলে ওর আরেকটু মন খারাপ বেশি হতে পারে। এটা ভেবে করি না (উদযাপন)…।’ 

উদযাপনে অনাগ্রহী হাসান নিজের আবেগ অবশ‌্য লুকাতে পারেননি, ‘এটা আমার প্রথম ৫ উইকেট। ঘরোয়াতেও কখনও ৫ উইকেট পাওয়া হয়নি আগে। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ।’ 

পেস বোলিংয়ে এখন বিপ্লব চলছে বাংলাদেশ ক্রিকেটে। তাসকিন, ইবাদত, মোস্তাফিজদের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ হাসান। এছাড়া স্কোয়াডে আছে আরো কিছু প্রতিশ্রুতিশীল পেসার। স্বাভাবিকভাবেই পেসারদের মধ‌্যে চলছে প্রতিযোগিতা। তবে প্রতিযোগিতা দলের সামষ্টিক উন্নতির পথ খুলে দিয়েছে বলে মনে করছেন হাসান।

সঙ্গে সিনিয়র-জুনিয়রদের মিলে স্বাস্থ‌‌্যসম্মত পরিবেশ আছে বলেই নিশ্চিত করলেন,‘আমরা একটা কথাই বলি যে, সবাই সবার সেরাটা দেবে এবং চেষ্টা করে যাবে। তাসকিন ভাই ও অন্যরা আমার সিনিয়র, তারা চেষ্টা করেন আগলে রাখার। ভালো দিকগুলো বলেন, খারাপগুলো এড়াতে বলেন। কী কী দরকার ম্যাচে, কী করতে হবে, কী করলে উন্নতি হবে, এসব বলেন। আমাদের যে ফাস্ট বোলাররা আছে, আমরা কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। ভালো একটা অবস্থায় আছি আমরা সবাই। চেষ্টা করছি আরও উন্নতির।’ 

সঙ্গে কোচ অ‌্যালান ডোনাল্ডের কথাও বলেছেন তরুণ পেসার, ‘তিনি তার অভিজ্ঞতা ভাগভাগি করেন, তার ধারণার কথা বলেন… কীভাবে ক্রিকেটে টিকে থেকেছেন, কোন পরিস্থিতিতে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে নিজের সামর্থ্যে আস্থা রাখতে হবে, এগুলো ভাগাভাগি করেন। আর স্কিলের ব্যাপারে তো তিনি অসাধারণ। ভালো কাজ করেন, আমাদের নিয়ে অনেক পরিশ্রম করেন।’ 

ভালো শেষ নেই হাসান তা বুঝে গেছেন ভালোভাবেই। আয়ারল‌্যান্ডের বিপক্ষে ৫ উইকেটই শেষ নয়। এজন‌্য নিজের উন্নতির প্রয়োজন। কোথায় উন্নতি করতে চান তা বলে দিলেন অকপটে, ‘উন্নতি বলতে গেলে… ফিটনেসে একটু উন্নতি করতে হবে এবং বোলিং আরেকটু গোছানো হতে হবে, শেপ-এ আনতে হবে নিজেকে।’