সোমবার রাতে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচে রান উৎসব হয়। আগে ব্যাট করে ৬ উইকেটে চেন্নাইর করা ২২৬ রানের জবাবে ৮ উইকেটে ২১৮ রান করে ৮ রানে হার মানে কোহলি-ডু প্লেসিসরা।
রান উৎসবের এই ম্যাচে জরিমানা গুনেছেন বিরাট কোহলি। আচরণবিধি ভঙ্গের কারণে তার ম্যাচ ফি এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলিকে তার ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোহলি আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২ এর লেভেল-১ ধারার অপরাধ করেছেন।
এই ধরনের অপরাধে ম্যাচ রেফারি কর্তৃক আরোপিত শাস্তিই চূড়ান্ত।
বিবৃতিতে কোহলি কি করেছেন সেটা উল্লেখ না করলেও ধারনা করা হচ্ছে শিভাম দুবে আউট হওয়ার পর কোহলি অতিরিক্ত উদযাপন করায়ই জরিমানা গুনেছেন।
১৭তম ওভারে ২৭ বলে ৫২ রান করা দুবে পার্নেলের বলে মোহাম্মদ সিরাজের হাতে ধরা পরে আউট হন। তখন অতিরিক্ত উদযাপন করেন কোহলি।