খেলাধুলা

বৃষ্টি আইনে হারলো আবাহনী

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে বুধবার আবাহনী লিমিটেডকে বৃষ্টি আইনে হারিয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে এদিন আবাহনী আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৫ রান তোলার পর বৃষ্টি এসে হানা দেয়। এরপর আর খেলা মাঠে গড়ানো যায়নি। তাতে বৃষ্টি আইনে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আবাহনী। অবশ্য সেটা নেট রান রেটে এগিয়ে। ১৫ ম্যাচ থেকে আবাহনীর মোট সংগ্রহ ২৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সংগ্রহও সমান ২৬ পয়েন্ট।

আবাহনীকে আজ অলআউট করতে বল হাতে ভূমিকা রাখেন গাজী গ্রুপের টিপু সুলতান। তিনি ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৪৭ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ২টি উইকেট নেন জয়নুল ইসলাম।

ব্যাট হাতে আবাহনীর মোহাম্মদ নাঈম সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া মাহমুদুল হাসান জয় ৪৮, এনামুল হক বিজয় ৪৩ ও মোসাদ্দেক হোসেন ২৬ রান করেন।

রান তাড়া করতে নেমে গাজী গ্রুপ ৯ রানে প্রথম, ৪৩ রানে দ্বিতীয় ও ৮৭ রানে তৃতীয় উইকেট হারায়। সেখান থেকে এসএম মেহেরব ও আসাদুল্লা আল গালিব জুটি গড়ে দলকে দারুণভাবে এগিয়ে নেন। মেহেরব ২ চার ও ৩ ছক্কায় ৫২ রান করে আউট হলেও বৃষ্টি আসার আগ পর্যন্ত আসাদুল্লা আল গালিব ছিলেন অপরাজিত। তিনি ১১ চারে ৮৫ রানে নট আউট থাকেন। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলী।

আবাহনীর তানভীর ইসলাম ১০ ওভারে ৫০ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন আসাদুল্লা আল গালিব।