খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের আরও কাছে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তারা ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান আরও একটু মজবুত করেছে এরিক টেন হাগের শিষ্যরা। অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে খেলার সম্ভাবনা আরও জোরালো হলো রেড ডেভিলসদের।

৩৫ ম্যাচ থেকে ম্যানইউ সংগ্রহ এখন ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে পঞ্চম স্থানে। উভয় দলেরই ৩টি করে ম্যাচ বাকি রয়েছে। শেষ তিনটি ম্যাচে ম্যানইউ কোনো অঘটনের শিকার না হলে আগামী মৌসুমে তারা সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লিগে।

ঘরের মাঠে এদিন ম্যাচের ৩২ মিনিটে অ্যান্থনি মার্শালের গোলে এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল হচ্ছিল না। অবশেষে যোগ করা সময়ে গিয়ে (৯০+৪) আরও একটি গোল পায় টেন হাগের শিষ্যরা। গোলটি করেন আলেজান্দ্রো গার্নাচো। তাতে ২-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মার্শাল-গার্নাচোরা।