খেলাধুলা

এক ইনিংসেই ৮ ব‌্যাটসম‌্যানের ডাক!

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে প্রথমবার খেলতে এসে বিব্রতকর রেকর্ডের সাক্ষী হলো কেরানীগঞ্জ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম‌্যাচ খেলতে নেমে ২৬৪ রানের বিশাল ব‌্যবধানে পরাজিত হয় দলটি। 

পরাজয়ের ব‌্যবধান বিশাল হওয়ার পেছনে বড় কারণ দলের ব‌্যাটিং ব‌্যর্থতা। দলের ৮ ব‌্যাটসম‌্যানের কেউই খুলতে পারেননি রানের খাতা। অনাকাঙ্খিত এমন পারফরম‌্যান্সে বিকেএসপির দেওয়া ৩২২ রানের লক্ষ‌্য তাড়া করতে নেমে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় কেরানীগঞ্জ।

বিকেএসপিতে ফাহমিদা ছোঁয়া ও সুমাইয়া আক্তারের জোড়া সেঞ্চুরিতে কেরানীগঞ্জকে ৩২২ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিক বিকেএসপি। ওই রান তাড়া করতে নেমে ২৭.২ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় কেরানীগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন সুমাইয়া আইরিন। এছাড়া অধিনায়ক শাহনাজ পারভিনের ব‌্যাট থেকে আসে ১৭ রান। ২ রানে অপরাজিত থাকে শিল্পা রায়। বাকি ৮ ব্যাটসম‌্যানের কেউ খুলতে পারেননি রানের খাতা। 

আরেক ম‌্যাচে গুলশান ইউথ ক্লাবকে ৫৮ রানে অলআউট করে ৯ উইকেটে ম‌্যাচ জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৪ উইকেট নিয়ে মোহামেডানের জয়ের নায়ক জেসিয়া আক্তার এবং আরেক মাঠে সিটি ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে রূপালি ব‌্যাংক লিগের দ্বিতীয় জয় তুলে নেয়। ১১ রানে ২ উইকেট নিয়ে সাথিরা জাকির জেসি পেয়েছেন ম‌্যাচ সেরার পুরস্কার।