ফুটবল ম্যাচে গোলরক্ষকের কাজ গোলপোস্ট সামলানো। কিন্তু তারাও যে ম্যাচের নায়ক হয়ে উঠতে পারেন, সেটা আরেকবার দেখালেন লাৎসিওর গোলরক্ষক ইভান প্রোভেদেল। তার গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাৎসিও।
ম্যাচে সমানে সমান লড়াই করে যাচ্ছিলো লাৎসিও। কিন্তু প্রথমার্ধে একটা গোল হজম করতে হয় তাদের। পাবলো বারিওসের গোলে পিছিয়ে পড়েছিল ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর সমতায় ফেরাতে পারেনি তারা। ভাগ্য ফেরে ম্যাচের যোগ করা সময়ের ৯৫ মিনিটের মাথায়।
যোগ করা সময়ের খেলা প্রায় শেষের দিকে এসে গেছে। কয়েক সেকেন্ড মাত্র বাকি। এমন সময় কর্নার পায় লাৎসিও। তখনই সাহস করে নিজেদের গোলপোস্ট ছেড়ে প্রতিপক্ষ শিবিরে ঢুকে পড়েন প্রোভেদেল। কর্নারের পর এক অ্যাথলেটিকো খেলোয়াড়ের ক্লিয়ারেন্সে ফিরতি বল পেয়ে যান লুইস আলবার্তোকে। তার নিখুঁত ক্রস থেকে লাফিয়ে উঠে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন প্রোভেদেল।
এ নিয়ে চতুর্থ গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন এই ইতালিয়ান। এর আগে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে পেনাল্টি থেকে তিনটি গোল করেছিলেন সাবেক জার্মান গোলরক্ষক জর্গ বাট। ২০১০ সালে নাইজেরিয়ান ভিনসেন্ট এনিয়েমাও পেনাল্টি থেকে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছিলেন।
প্রোভেদেলের মতো সরাসরি গোল করার একমাত্র কীর্তি আছে তুরস্কের গোলরক্ষক সিনান বোলাটের। এবার তার সঙ্গে যুক্ত হলেন প্রোভেদেল। শুধু গোল করেই নন ম্যাচে বেশ কিছু দুর্দান্ত সেভও করেছেন এই গোলরক্ষক। আলভারো মোরাতার একটি নিশ্চিত সুযোগ নষ্ট করে দেন তিনি।