খেলাধুলা

‘রাত ৩টায় বললেও মোস্তাফিজ বিশ্বের সেরা বোলিংটাই করবে’

শুরুতে দুই উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান দমিয়ে রেখেছিলেন কিউই ব্যাটারদের। আবার যখন উইকেটের দেখা পাওয়া যাচ্ছিল না, তখন এনে দিয়েছেন ব্রেক থ্রু। ৭ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। এইতো গেলো নিউ জিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের বোলিংয়ের চিত্র। 

এর আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ডেথ ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে রেখেছেন বড় ভূমিকা। মাত্র ৫ রান দিয়ে এই উইকেটগুলো নেন। সর্বোপরি বিশ্বকাপের আগে দলের অন্যতম পেসার মোস্তাফিজের এমন পারফরম্যান্সে টিম ম্যানেজম্যান্ট বেজায় খুশি। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর প্রধান কোচ নিক পোথাস যেন প্রশংসা পত্র দিয়ে দিলেন কাটার মাস্টারকে। রাখঢাক না রেখে সোজা বলে দিলেন, রাত ৩টায় বললেও মোস্তাফিজ ডেথ ওভারে বিশ্বের সেরা বোলিংটাই করবে। 

‘আমরা জানি ডেথ ওভারে তার বোলিংয়ের দক্ষতা। তাকে তুমি যদি রাত ৩টায় ঘুম থেকে উঠিয়ে বলো ডেথ ওভারে বোলিং করতে, সে বিশ্বের সেরা বোলিংটাই করবে’ - ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন পোথাস। 

অথচ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্বিষ বোলিংয়ের পর হারিয়েছিলেন জায়গা। শেষ ম্যাচে তাসকিন আহমেদের বিশ্রামে সুযোগ মেলে মোস্তাফিজের। তাতেই বাজিমাত। কলম্বো ঘুরে মিরপুরেও দেখা মিলেছে সেই ভয়ংকর ফিজের। 

মোস্তাফিজ তার পুরোনো রূপে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন পোথাস, ‘এটা খুবই আনন্দের। নতুন বলে রিদম খুঁজে পেতে শেষ মাস থেকে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সে অ্যালান ডোনাল্ডের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। আপনারা তার ফল দেখতে পাচ্ছেন এবং তা বিশ্বকাপের ঠিক আগে। আমরা তার উপর খুব খুশি।’

আজ টস হেরে ব্যাটিং করতে নেমে নিউ জিল্যান্ড ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান করে। শুরুর ৩ উইকেটই ছিল মোস্তাফিজের। আর বাকি ২ উইকেট নেন নাসুম আহমেদ। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।