খেলাধুলা

ভিয়েতনামের কাছে ৬ গোলে হেরেও যে কারণে খুশি কোচ

এশিয়ান গেমসের নারী ফুটবলের প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হারে বাংলাদেশ। আজ সোমবার দ্বিতীয় ম্যাচে তারা ভিয়েতনামের কাছে হার মেনেছে ৬-১ গোলে।

অবশ্য ৬ গোল হজম করে হারলেও বিশেষ একটি কারণে খুশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আজকের খেলার রেজাল্ট দিয়ে আমাদের পারফরম্যান্স জাস্টিফাই করা যাবে না। প্রথম গোলটা আমাদের সিলি মিসটেকে হয়েছে। বল ব্যাক-পাস করতে গিয়ে, অপনেন্ট বল ধরে গোল করে দিয়েছে। দ্বিতীয় গোলটাও লং বলে পেছন থেকে রান করে করেছে। তবে তারপর থেকে আমরা প্রেস করে খেলেছি, নিজেদের মধ্যে অনকে আদান প্রদান করেছে, সাথে সুযোগ ও পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিরতির পর থেকে ২০ মিনিটের মতো আমরা আমাদের সেরা স্পেলটা খেলেছি। হাই প্রেসিং ফুটবল খেলেছি আর ভিয়েতনাম লো-ডিফেন্ডিং করেছে আমরা তৃতীয় গোল কনসিড করার আগ পর্যন্ত। তারা থার্ড গোল করেছে কর্নার থেকে আর দুইটা গোল গোলকিপার রুপনা হাতে পেয়েও গোল খেয়েছে যেটা আশা করা যায় না। আমরা পুউরলি গোল খেয়েছি। গোললাইন ২-১ বা ৩-১ হলে একসেপ্টবল ছিল। আপনারা জানেন তারাও বিশ্বকাপ খেলা দল। তবে তাদের সেরা খেলোয়াড় পুর্তগীজ লিগে সুযোগ পাওয়ায় আসেনি।’

‘অবশ্যই স্কোরলাইন নিয়ে খুশি না, তবে আমরা ডমিনেট করতে ও হাই প্রেসিং খেলতে পেরেছি যেটা নেপালও পারেনি এবং সেই জায়গাতে আমি খুশি।’ যোগ করেন টিটু।

শেষ ম্যাচে বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রায় সমশক্তির দল হওয়ায় এই ম্যাচে ভালো ফল করতে পারে বাংলাদেশ।