খেলাধুলা

বিশ্বকাপের দল পরিচিতি : পর্তুগাল

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ উপলক্ষে রাইজিংবিডির পাঠকদের জন্য ৩২টি দলের পরিচিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের আলোচ্য দল পর্তুগাল । ইউরোপের এই দলটির আদ্যোপান্ত তুলে ধরা হলো-  যেভাবে বিশ্বকাপে পর্তুগাল :উয়েফা ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে খেলেছে পর্তুগিজরা। ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জয়, ৩টিতে ড্র ও ১টিতে পরাজয় বরণ করেছেন রোনালদোরা। কিন্তু সরাসরি বিশ্বকাপের টিকিট পায়নি তারা। সুইডেনের সঙ্গে বিশ্বকাপের প্লে-অফ খেলে ব্রাজিলের টিকিট পকেটে পুরেছে পাওলো বেন্তোর দল। বিশ্বকাপে পর্তুগালের অতীত ইতিহাস :১৯৬৬ সালে বিশ্বকাপে অভিষেক ঘটে পর্তুগিজদের। অভিষেকেই বাজিমাত করেছে তারা। ইউসেবিওর একক নৈপুণ্যে সেমিফাইনাল খেলেছে তারা। সেবার তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছিল। ২০০৬ সালেও তারা সেমিফাইনাল খেলেছে।  ২০১০ সালে পর্তুগালের দৌড় ছিল শেষ ষোলো পর্যন্ত।বিশ্বকাপে পর্তুগালের শক্তি :আক্রমণভাগে রোনালদোর মতো একজন ফুটবলার থাকায় পর্তুগালকে ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে। নানি-পস্তিগার সহযোগিতা পেলে প্রতিপক্ষ শিবিরকে হেস্তনেস্ত করে দিতে পারবেন রিয়াল সুপারস্টার।বিশ্বকাপে পর্তুগালের দুর্বলতা :বদলি খেলোয়াড়দের অভাব রয়েছে পর্তুগিজদের। রক্ষণশীল খেলাই পর্তুগিজদের কৌশল। তবে জার্মানি ও যুক্তরাষ্ট্রের কাছে এ কৌশল হিতে বিপরীত হতে পারে। বিশ্বকাপে পর্তুগালের বাজির ঘোড়া:বর্তমান বিশ্বসেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন পর্তুগালের স্কোয়াডে। সম্প্রতি শেষ হওয়া মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন তিনি। নেইমার-মেসি-পার্সিদের মতো ততটা শক্তিশালী দল না হলেও একক নৈপুণ্যই পর্তুগিজদের অনেক দূর নিয়ে যেতে পারেন রোনালদো। তার রিয়াল সতীর্থ পেপেও রয়েছেন বিশ্বকাপে। নানি ও ফ্যাবিও কোয়েন্ত্রো নিজেদের সেরাটা ঢেলে দেবেন ব্রাজিলে।বিশ্বকাপে একনজরে পর্তুগাল বিশ্বকাপ খেলেছে : ৫ বারশিরোপা : নেইফিফা র‌্যাংঙ্কিং : ৪ বিশ্বকাপের কোচ : পাওলো বেন্তোব্রাজিল বিশ্বকাপের গ্রুপ : ‘জি’আসন্ন বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ : জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রবিশ্বকাপে সেরা পারফরম্যান্স : ১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করেছিল পর্তুগিজরা।সাবেক তারকা ফুটবলার : লুইস ফিগো, ইউসেবিও, রুই কস্তা

রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৪/নেছার/আমিনুল