গুঞ্জন শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছেড়ে যোগ দিতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সে। কিন্তু আজ রোববার সেই গুঞ্জনে পানি ঢাললো গুজরাট। তারা তাদের অধিনায়ক অলরাউন্ডার হার্দিককে রেখে দিয়েছে আইপিএলের পরবর্তী আসরের জন্যও।
হার্দিক ২০২২ সালে মুম্বাই থেকে গুজরাটে যোগ দেন এবং প্রথম আসরেই ফ্র্যাঞ্চাইজিকে শিরোপা জেতান। এরপর ২০২৩ সালেও দলকে তোলেন ফাইনালে। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে।
হঠাৎ চাউড় হয় মোটা অঙ্কের টাকায় আবার মুম্বাইতে যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু সেটা সত্যি হলো না। আবারও টাইটান্সের সঙ্গেই চুক্তিবদ্ধ হলেন তারকা এই অলরাউন্ডার।
হার্দিক ছাড়াও গুজরাট ধরে রেখেছে ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াতিয়া, মোহাম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশ লিটল ও মোহিত শর্মা।
ছেড়ে দিয়েছে- যশ দয়াল, কেএস ভারত, শিবম মাভি, উরভিল প্যাটেল, প্রদীপ সাংওয়ান, ওডেন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শানাকাকে।